পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, কেন্দ্রকে আক্রমণ মমতার

উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন মঞ্চ থেকে কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

By

Published : Feb 1, 2021, 3:48 PM IST

Updated : Feb 1, 2021, 6:34 PM IST

শিলিগুড়ি, 1 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া শিলিগুড়ি থেকে দুটি সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ কালিয়াগঞ্জ বাস টার্মিনাসের উদ্বোধনও করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আর এই অনুষ্ঠানে বক্তব্য করার সময় কেন্দ্রীয় বাজেট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন । আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারমন । ওই বাজেটকে ফেকধারী বাজেট বললেন মমতা । কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক মেরামত ও উন্নয়নের জন্য বাজেটে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই সিদ্ধান্তকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘ আমরা যে রাস্তা আগেই করে দিয়েছি, উনি ভোটের সময় সেই রাস্তা করতে এসেছেন ৷ আমাদের দরকার নেই ৷ পশ্চিমবঙ্গের সব রাস্তা আমি করে দেব ৷ সেই টাকা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের দিন ৷’’

বাজেট নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

আরও পড়ুন : নজরে '21, বাজেটে বাংলা-অসমকে 'উপহার' কেন্দ্রের

বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এই প্রস্তাবকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘এরা সব বিক্রি করে দেবে । এই করে এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে । ব্যাঙ্ক থেকে বিমা, রেল, বিমান -সব বেচে দেবে এই কেন্দ্রীয় সরকার ৷" সাধারণ মানুষ তাঁদের বিমার টাকা ফেরৎ পাবেন কি না, সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Feb 1, 2021, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details