পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: ভানুভক্তের জন্মদিনকে সামনে রেখে পাহাড়ের উন্নয়নে সকলকে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভেদাভেদ ভুলে পাহাড়ের উন্নয়নের জন্য এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Celebrates Bhanubhakta's Birthday)।

Mamata Banerjee
ভানুভক্তের জন্মজয়ন্তী পালনে মুখ্যমন্ত্রী

By

Published : Jul 13, 2022, 4:49 PM IST

দার্জিলিং, 13 জুলাই: বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় কবি ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Celebrates Bhanubhakta's Birthday)। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনিত থাপা, রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম-সহ অন্যান্যরা ভানুভক্তের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলার মনীষীদের ইতিহাস তুলে ধরেন । পাশাপাশি, এদিন সবাইকে ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে এগিয়ে আসার আবেদনও জানান তিনি । মমতা বন্দ্যোপাধ্য৷য় এদিন বলেন, "মহান নেতা কখনও গাছ থেকে পড়ে না । ভালো নেতা, মানবিক মানুষ এই মাটি থেকেই তৈরি হয় ।" এদিন তিনি আরও বলেন, "দার্জিলিংয়ের ছাত্ররা আমাদের গর্ব । আমি চাই তাঁরা বিশ্বের দরবারে যাক আর বিশ্বকে জয় করুক সঙ্গে বিশ্বে খ্যাতি অর্জন করুক ।"

ভেদাভেদ ভুলে পাহাড়ের উন্নয়নের জন্য এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, সোমবার পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তাঁর পাহাড় সফরের তৃতীয় দিন ৷ এদিন বাজারে বেরিয়ে ছোটদের চকোলেটও দিয়েছেন মুখ্যমন্ত্রী, করেছেন জনসংযোগও ৷ প্রসঙ্গত, আজ অর্থাৎ বুধবার পাহাড় সফরে গিয়েছেন রাজ্যপালও ৷ রাজভবনে বৈঠক করেছেন রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধান ৷

আরও পড়ুন :স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের

ABOUT THE AUTHOR

...view details