পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Mayor of Siliguri : তৃণমূলের জয়ে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মমতার - CM Mamata Banerjee

তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার বিকেলেই শিলিগুড়ি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), যাবেন কোচবিহারেও ৷

Mamata Banerjee in Siliguri
তৃণমূলের জয়ে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মমতার

By

Published : Feb 14, 2022, 5:43 PM IST

Updated : Feb 14, 2022, 7:09 PM IST

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের জন্য শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ সোমবার শিলিগুড়িতে তিনি বলেন, "তৃণমূলের উপর আস্থা রাখার জন্য শিলিগুড়িবাসী, উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ ৷ আমরা কৃতজ্ঞ ৷ যত জিতব তত আমাদের নম্র হতে হবে ৷" গৌতম দেবকে এদিন শিলিগুড়ির মেয়র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার বিকেলেই শিলিগুড়ি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে এদিন শিলিগুড়িতে তাঁর মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী ৷ তারপর উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "শিলিগুড়ির উন্নয়ন করেছে রাজ্য সরকার, শিলিগুড়ি এখন গেটওয়ে ৷ গজলডোবায় ভোরের আলো সাফারি পার্ক হয়েছে ৷ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তার উন্নয়ন হচ্ছে ৷ এর ফলে 6 ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছনো যাবে ৷ "

শিলিগুড়িতে মানুষকে মন সবুজ রাখার কথা বললেন মমতা

আরও পড়ুন : আশুতোষ কলেজে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন শুভেন্দু

এদিন গৌতম দেবকে শিলিগুড়ির মেয়র ঘোষণা করে মমতা বলেন, "ছোট দোকানদারদের পাশে দাঁড়াতে হবে ৷ মানুষের উপর বোঝা না বাড়িয়ে, কর না চাপিয়ে উন্নয়ন করতে হবে ৷" শিলিগুড়ির ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়েছেন, বাগডোগড়া বিমানবন্দর আন্তর্জাতিক মানের গড়ে তুলতে রাজ্য 100 একর জমি দেখে দিয়েছে, নিজের জমিও দিয়েছে রাজ্য সরকার ৷ মালদা ও বালুরঘাটে বিমানবন্দরের জন্য রাজ্য জমি দিয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Feb 14, 2022, 7:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details