পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Hill Politics : বিজেপিকে রুখতে পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দেন (Mamata Appeals to Hill Political Parties to Work Together for Development) ৷

mamata-appeals-to-hill-political-parties-to-work-together-for-development
Mamata on Hill Politics : বিজেপিকে রুখতে পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

By

Published : Mar 29, 2022, 7:20 PM IST

দার্জিলিং, 29 মার্চ : রাজনীতির ঊর্ধ্বে উঠে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আগামী দশ বছর শুধুমাত্র পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । শুধু তাই নয়, এদিনের মঞ্চ থেকেই পাহাড়ের উন্নয়নের রাশ ধরতে মহিলাদের এগিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Urges Hill Women to Lead for Development) । আর উদাহরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি পাহাড়কে ভালবাসেন ৷ তাই তাঁর পরিবারের এক সদস্যের সঙ্গে পাহাড়ের পরিবারের এক মেয়েকে বিয়ে দিচ্ছেন ৷

মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee at Darjeeling) । যোগ দেওয়ার আগে নেপালি কবি ভানুভক্তের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান । ওই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা, হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান-সহ অন্যান্যরা ।

গতকালও পাহাড়ের উন্নয়নে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী । আর এদিনের মঞ্চ থেকেও শুধুমাত্র পাহাড়ের উন্নয়নের জন্য আগামী দশ বছর রাজনীতি ভুলে একত্রিত হয়ে কাজ করার বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে (Mamata Appeals to Hill Political Parties to Work Together for Development) । পাশাপাশি পাহাড়ের উন্নয়নে এবার মহিলাদের এগিয়ে আসার বার্তাও দেন তিনি ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি গতকাল চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি । আমি কথা বলতেই এসেছি । চারটি দল মিলে প্রতিজ্ঞা করুন রাজনীতি ভুলে একসঙ্গে থেকে, একজোট হয়ে অন্তত দশ বছর কোনও ঝগড় করব না । খালি কাজ করব, উন্নয়ন করব । তারপর দেখুন পাহাড় কোথায় যায় । প্রথমে জনতা, তারপর রাজনৈতিক দল । এজন্যই আমরা রাজনীতি করি ।"

Mamata on Hill Politics : বিজেপিকে রুখতে পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

এরপরই মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমার এতোগুলো মহিলা রয়েছে । আমি চাই আমার মা বোনেরা এগিয়ে আসুক । আপনারা নেতৃত্ব দিন । যে দেশের মহিলা সুখী হয়, সেই দেশই সবথেকে বেশি উন্নতি করে ।"

তবে মুখ্যমন্ত্রীর এই বার্তার পিছনেও রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ । তাদের মতে, জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । ফলে পাহাড়ে বিজেপিকে রুখতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর এককাট্টা হওয়ার প্রয়োজন রয়েছে ৷ কারণ, লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি পাহাড়ে ভাল ফলাফল করেছে । এই অবস্থায় পাহাড়ের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি করলে আখেরে বিজেপিরই লাভ হবে ৷ 2024-এর লোকসভা নির্বাচনেও এখান থেকে বিজেপির জয় সহজ হবে ৷ সেটাই এদিনের বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন :GTA Election : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু

ABOUT THE AUTHOR

...view details