শিলিগুড়ি, 25 সেপ্টেম্বর : পুজো উপলক্ষে নকশালবাড়ির মাহালি দম্পতিকে মিষ্টি ও জামাকাপড় পাঠাল BJP ৷ প্রদেশ সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু জানান, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই এই মিষ্টি ও জামাকাপড় পাঠানো হয়েছে ৷ শাসকদল গায়ের জোরে ওই দম্পতিকে নিজেদের দলের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে ওঁরা আমাদের সঙ্গেই আছেন ৷
আজ নকশালবাড়িতে রাজু ও গীতা মাহালির বাড়িতে যান রথীন্দ্র বসু ও স্থানীয় BJP নেতারা ৷ সেখানে মিষ্টি ও জামাকাপড় তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৷ রথীন্দ্রবাবু বলেন, "অমিত শাহ, মাহালি দম্পতির খোঁজ নিয়েছেন ৷ তাঁর নির্দেশেই দুর্গাপুজোর আগে শুভেচ্ছাবার্তা জানাতে আমরা এসেছি ৷ ওঁদের জামাকাপড় দিয়েছি ৷" বিষয়টি জানাজানি হতেই ফের হইচই শুরু হয়েছে শিলিগুড়িজুড়ে ৷ তৃণমূল নেতৃত্বের দাবি, আসলে অমিত শাহ ওই দম্পতিকে নিজেদের দলে টানতে ব্যর্থ হয়েছিলেন ৷ তাই পুজোর আগে জামাকাপড় দেওয়া হয়েছে ৷ ওঁরা BJP-র সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গেই আছেন ৷