পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik 2022 : কড়া বিধি মেনে শুরু মাধ্যমিক, শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারল না 20 জন পড়ুয়া - শিলিগুড়ির খবর

কড়া বিধিনিষেধ মেনে শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) ৷ শিলিগুড়িতে ফর্ম ফিল-আপ করতে না পারায় পরীক্ষা দিতে পারল না 20 জন পড়ুয়া (students fails to sit in exam)।

madhyamik-2022-20-students-fails-to-sit-in-exam-as-they-cannot-fill-up-forms
কড়া বিধি মেনে শুরু মাধ্যমিক, শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারল না 20 পড়ুয়া

By

Published : Mar 7, 2022, 1:30 PM IST

Updated : Mar 7, 2022, 1:55 PM IST

শিলিগুড়ি, 7 মার্চ:ফর্ম ফিল-আপ করতে না পারার কারণে মাধ্যমিক পরীক্ষা (students fails to sit in exam) দিতে পারল না শিলিগুড়ির 20 জন পড়ুয়া । এবার শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2022) ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ।

সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । করোনার স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই মাধ্যমিকের প্রতিটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে । এ বছর শিলিগুড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মোট 15 হাজার 138 জন পরীক্ষার্থী । যার মধ্যে ছাত্রীর সংখ্যা 8 হাজার 429 জন এবং ছাত্রের সংখ্যা 6 হাজার 472 জন । মোট পরীক্ষার্থীর মধ্যে 14 হাজার 900 জন নিয়মিত পরীক্ষার্থী বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে (students cannot fill up forms)।

শিলিগুড়ি (Siliguri news) শিক্ষা জেলার অধীনে দশটি প্রধান পরীক্ষাকেন্দ্র এবং 51টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে (madhyamik exam 2022)। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত চারটি পরীক্ষাকেন্দ্র তৈরি করেছে পর্ষদ । ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার সময় দার্জিলিং জেলার অধীনে বাগডোগরা এলাকায় স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র থাকায় সেখানে ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দফতর । পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের দুশো মিটারের মধ্যে 144 ধারা চালু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । পরীক্ষাকেন্দ্রে চারজনের বেশি একসঙ্গে জড়ো হওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ পরীক্ষাকেন্দ্রের আশেপাশে সমস্ত ফটোকপি এবং ইন্টারনেটের ব্যবস্থা বন্ধ রাখা বাধ্যতামূলক করেছে পর্ষদ । কেন্দ্রের ভেতরে প্রতিটি হলে দু‘জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে ।

আরও পড়ুন:Madhyamik Update 2022: দীর্ঘ দু‘বছর পর অফলাইনে মাধ্যমিক, উদ্বিগ্ন পরীক্ষার্থী ও শিক্ষক মহল

শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারল না 20 জন পড়ুয়া

তবে দীর্ঘ দু‘বছর করোনার কারণে ঘরবন্দি দশা কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক হয়েছে পড়ুয়াদের জীবনযাপন এবং শিক্ষা ব্যবস্থা । পরিস্থিতি স্বাভাবিক হতেই মাধ্যমিকের মতো জীবনের অন্যতম বড় পরীক্ষার সম্মুখীন পড়ুয়ারা । টানা দু'বছর অনলাইনে চলেছে পঠন-পাঠন । সেই কারণে কিছুটা হলেও তারা প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে বলে মত পরীক্ষার্থী থেকে অভিভাবকদের ।

শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যূহা বাগচী বলেন, "করোনা পরিস্থিতির পর মাধ্যমিকের মতো জীবনের বড় পরীক্ষায় বসছে পরীক্ষার্থীরা । তারা যাতে কোনও ভাবেই কোনও রকম সমস্যার সম্মুখীন না হয়, সে দিকে আমরা নজর রাখছি । পরীক্ষা চলাকালীন তাদের মানসিক শক্তি বৃদ্ধিতে আমরা কাজ করব ।"

অভিভাবক সুশান্ত বিশ্বাস বলেন, "করোনার বিধিনিষেধের কারণে কিছুটা হলেও প্রস্তুতিতে ঘাটতি এসেছে । তবে আমি বাড়িতে সবসময় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মেয়েকে তৈরি করে চলছিলাম । অফলাইনে পরীক্ষা হচ্ছে, তাতে কিছুটা হলেও আমরা স্বস্তিতে ।"

আরও পড়ুন:মাধ্যমিকেও এবার স্পর্শকাতর কেন্দ্র, কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে পরীক্ষা

আরেক অভিভাবিকা রুবি ঘোষ বলেন, "এ দু'বছর যদি পড়ুয়ারা অফলাইনে কাজ করার সুযোগ পেত, তাহলে তাদের প্রস্তুতি আরও ভাল হত।" মাধ্যমিক পরীক্ষার্থী সুদীপ্তা বিশ্বাসের কথায়, "জীবনের সবথেকে বড় পরীক্ষা । কিছুটা হলেও আতঙ্ক কাজ করছে । অফলাইনে ক্লাস করতে পারলে আরও ভাল প্রস্তুতি নিতে পারতাম । কিছুটা টেনশন তো কাজ করছেই । তবে বাড়িতেও প্রস্তুতি ভালই নিয়েছি । আশা করি পরীক্ষা ভালই দেব ৷"

মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফেও । পরীক্ষাকেন্দ্রের আশপাশে নো এন্ট্রি জোন তৈরি করার পাশাপাশি গোটা শহরজুড়ে ট্র্যাফিক ব্যবস্থা ঠিক রাখা, মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন কোনও ভাবেই আটকে না পড়ে তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে কমিশনারেটের তরফে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন চলাচল ।

Last Updated : Mar 7, 2022, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details