দার্জিলিং, 25 নভেম্বর: রেশন, মিড-ডে মিল দুর্নীতি ও চা বাগানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। দু'দিনের শিলিগুড়ি সফরে এসেছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিষেবামূলক প্রকল্পের গতিপ্রকৃতি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকেও বসেন তারা। বিশেষ করে গণবণ্টন, নদী ভাঙন, বন্যা পরিস্থিতি, মিড-ডে মিল ও চা বাগান-সহ কেন্দ্রীয় সরকারের 'উড়ান' ও 'ভারত মালা পরিযোজনা' নিয়ে আলোচনা করেন তারা। আর সেই বৈঠকের পরই রাজ্যে ওই সব বিষয়ে খামতির কথা তুলে ধরেছে লোকসভার পিএসি।
বিশেষ করে গণবন্টন, রেশন, মিড-ডে মিলের দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভা পিএসি'র সদস্যরা ৷ শনিবার বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী, সাংসদ জগদম্বিকা পাল, রামকৃপাল যাদব, সত্যপাল সিং, প্রতাপ চন্দ্র সারঙ্গি, থামডি দোরাই। কিন্তু বৈঠকের পর কমিটির রিপোর্ট লোকসভার স্পিকারের আগে সাংবিকদের কাছে খোলসা করায় এদিন সাংবাদিক বৈঠক বয়কট করেন বিজেপির দুই সাংসদ জগদম্বিকা পাল ও রামকৃপাল যাদব। যদিও ওই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, "উড়ান যোজনায় তিন বছরে 50 শতাংশ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 20 শতাংশ কাজ হয়েছে। ভারত মালা যোজনাও বাস্তবায়নে দেরি হচ্ছে। পাশাপাশি এ রাজ্যে রেশনে দুর্নীতির অভিযোগ উঠেছে। খোদ মন্ত্রী জেলে রয়েছেন। ভুয়া রেশন কার্ডের নামে রেশন দূর্নীতি হয়েছে। মিড-ডে মিলে বড়সড় দুর্নীতি হয়েছে। এসব কমিটি তুলে ধরেছে। আমরা লোকসভায় এসব তথ্য তুলে ধরব।"