পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 12, 2019, 4:51 AM IST

ETV Bharat / state

শিলিগুড়িতে চা বাগানে লকআউট, কাজ হারালেন বহু শ্রমিক

শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভোজ নারায়ণ চা বাগান বন্ধ ৷ এর জেরে প্রায় 1100 জন মানুষ কাজ হারিয়েছেন ইতিমধ্যে ৷ শিলিগুড়ি শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাগান খোলাতে দ্রুত দু'পক্ষকে নিয়ে বৈঠক করা হবে ।

ছবি

শিলিগুড়ি, 12 নভেম্বর : শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বন্ধ হল চা বাগান । এর জেরে কাজ হারিয়েছেন প্রায় 1100 জন শ্রমিক । রবিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, বাগানে তালা ঝুলছে৷ বেশ কয়েকদিন ধরেই ওই বাগানে বেতন বৈষম্য নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বিরোধ চলছিল ।

লিন পিরিয়ডে এবার বন্ধ হল ফাঁসিদেওয়ার ভোজ নারায়ণ চা বাগান । প্রায় 1100 জন শ্রমিক এই বাগানে কাজ করতেন । শ্রমিক সংগঠন সূত্রে খবর, বেতন বৈষম্য নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই বাগানের মালিক পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ ছিল । তবে শনিবার অবধি বাগানের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছিল । রবিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন, বাগান লক আউট ঘোষণা করেছে মালিকপক্ষ । এরপর বাগানের সামনে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় । বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । শ্রমিকপক্ষের অভিযোগ বাগানে এমন কোনও পরিস্থিতি হয়নি, যাতে বাগান বন্ধ ঘোষণা করতে হয় । আসলে লিন পিরিয়ডে বাগানের আর্থিক দায় ঝেড়ে ফেলতেই চলে গেলেন মালিকপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের বকেয়া টাকা রবিবারের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা দিয়েছিল মালিকপক্ষ । রবিবার ছুটির দিনেও শ্রমিকরা বাগানে আসেন । কিন্তু মালিক পক্ষের কেউ বাগানে ছিলেন না । ছুটির দিন বলে বাগান বন্ধ ভেবে শ্রমিকরা বাড়ি ফিরে যান । গতকাল সকালে জানা যায় বাগান লকআউট হয়ে গেছে । এনিয়ে, বাগান মালিকদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে শিলিগুড়ি শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাগান খোলাতে দ্রুত দু'পক্ষকে নিয়ে বৈঠক করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details