শিলিগুড়ি, ২৬ এপ্রিল : রাস্তায় সারি দিয়ে পড়ে আছে সবজি । কেনার কেউ নেই । লকডাউনে এটাই চিত্র সমগ্র উত্তরবঙ্গ জুড়ে । রাজ্যের মধ্যে সবজি চাষে উত্তরবঙ্গের স্থান বরাবরই উপরের দিকে । এবারও তার অন্যথা হয়নি । উত্তরবঙ্গের প্রায় সব জেলা জুড়েই চাষ হয়েছে চাল কুমড়ো, পটল, ঝিঙে, করলা সহ বেশ কিছু সবজির । এবং এবারে আবহওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে যথেষ্ট পরিমাণে ।
কিন্তু এবারের চিত্রটা একটু আলাদা । কোরোনা মোকাবিলায় রাজ্য তথা দেশজুড়ে লকডাউন । আর এই লকডাউনেই সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের কয়েকহাজার সবজি চাষি ও সবজি বিক্রেতা । কোথাও দেখা নেই মহাজনের । কোথাও মিলছে না সবজি পরিবহনে ট্রাক । কোথাও আবার পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতার দেখা মিলছে না । ফলে সবজি বাজারে ফেলেই চলে আসতে হচ্ছে তাদের ।
কোচবিহার জেলায় দিন দিনহাটা-১ , কোচবিহার-১ ,সিতাই, শীতলকুচি ব্লকের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয় । এখানকার উৎপাদিত সবজি রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি অসম , মেঘালয় ,অরুনাচল প্রদেশ ও বিহারে যায় । বিভিন্ন পাইকারি সবজি বাজার থেকে ট্রাকে করে অথবা বিভিন্ন ষ্টেশন থেকে ট্রেনে চাপিয়ে গন্তব্যস্তলে নিয়ে যাওয়া হয়। কিন্তু লকডাউনের জেরে বন্ধ পরিবহন ব্যবস্থা। ফলে ভিনরাজ্যে যাচ্ছে না সবজি । ফলে স্থানীয় বাজারের ওপর নির্ভর করতে হচ্ছে চাষীদের । কিন্তু স্থানীয় বাজারে এই বিপুল পরিমাণ সবজি লাগছে না । চাহিদা অনুপাতে বেশি সবজি বাজারে আসায় দাম মিলছে না। মাঠে উৎপাদিত সবজি বাজারে নিয়ে এলে পাইকাররা কিনছেন না। যাঁরা কিনছেন তাঁরাও ঠিকমতো দাম দিচ্ছেন না । ফলে দিশেহারা চাষিরা । তাঁদের বক্তব্য আরও লকডাউন চললে তাঁরা বিপাকে পড়বেন ।
এক চাষি সিরাজুল হক বলেন, "এই লকডাউনের জন্য আমাদের বিপুল ক্ষতি হল । ফসল বাজারে কেউ কিনছে না । বেগুন বিক্রি না হওয়ায় গাছ কেটে ফেলেছি । কী করে যে দিন চলবে জানি না ।" চালকুমড়ো চাষি আহমদ আলি ইটিভি ভারতকে তাঁর সমস্যার কথা জানালেন । তিন বলেন, "বাজারে তো চালকুমড়ো কেউ আর নেয়না । যে টাকা খরচ করছি তা উঠছে না । আরও লকডাউন চললে কৃষকরা মারা পড়বে ।"
একই সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুরের চাষিরাও । তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না তাঁরা । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু, বোয়ালদাড় এবং বোল্লা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় মিষ্টি কুমড়ো চাষ হয় । পলিমাটি হওয়ায় এই এলাকায় মরশুমি মিষ্টি কুমড়ো চাষ ব্যাপক হারে হয়। প্রত্যেক বছর কয়েক হাজার কৃষক এই মিষ্টি কুমড়ো চাষ করেন । এবারও বালুরঘাট ব্লকে প্রায় 150 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ো চাষ করেছেন কৃষকরা। অন্যবারের তুলনায় এবারে মিষ্টি কুমড়োর ফলন ভালো হয়েছে। তবে লকডাউনের জন্য মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারছেন না কৃষকরা। কারণ লকডাউনের জন্য বাইরে থেকে মহাজনরা আসতে পারছেন না জেলায়। এদিকে কুমড়ো উঠে যাওয়ায় কৃষকরা মাঠের মধ্যেই তা জমা করছেন। আবার কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন। বৈশাখ মাসে ঝড় বৃষ্টির সম্ভবনা বেশি থাকে। মাঝে মাঝে কালবৈশাখি ঝড় হচ্ছে। সেই ক্ষেত্রে কৃষকদের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর ।