পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, চারটি গাড়িতে আগুন - শিলিগুড়িতে চারটি ডাম্পারে আগুন ক্ষুব্ধ জনতার

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর ৷ ঘটনাকে কেন্দ্র করে চারটি ডাম্পারে আগুন ধরিয়ে দিল এলাকাবাসী ৷ ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷

dumper set on fire
ডাম্পারে আগুন

By

Published : Jul 30, 2020, 10:44 AM IST

শিলিগুড়ি, 30 জুলাই : বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর ৷ ঘটনাকে কেন্দ্র করে চারটি ডাম্পারে আগুন ধরিয়ে দিল স্থানীয়রা ৷ মৃত ওই বাইক আরোহীর নাম প্রেমজিৎ সিংহ(35) ৷ ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷

গত রাতে ঘোষপুকুরে একটি ডাম্পারের ধাক্কায় এলাকারই যুবক প্রেমজিৎ সিংহের মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় ৷ চারটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান দার্জিলিংয়ের DSP(গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত ও ফাঁসিদেওয়া থানার OC সুজিত লামা-সহ পুলিশকর্মীরা ৷ পৌঁছায় দমকলের একটি ইঞ্জিনও ৷ শুরু হয় আগুন নেভানোর কাজ ৷ ঘটনায় ভস্মীভূত হয়ে যায় তিনটি ডাম্পার ৷ আর একটি ডাম্পার আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৷

স্থানীয়দের অভিযোগ, বালি মাফিয়ারা অবৈধ কাজকর্ম করে চলেছে ৷ এভাবেই বেপরোয়া গতিতে রোজ যাতায়াত করে চলেছে ৷ কোনও কিছুতেই নজর নেই প্রশাসনের ৷ এখনও ওই এলাকায় উত্তেজনা রয়েছে ৷ টহল দিচ্ছে পুলিশ ও RAF ৷ আজ ওই মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে ৷

ABOUT THE AUTHOR

...view details