দার্জিলিং ও কালিম্পং, 9 জুন: রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ রাজ্যের 20 টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আর উত্তরবঙ্গে শৈলরানির দুই বোনেরও দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে এবার ৷ 8 জুলাই রাজ্যের বাকি জেলাগুলিতে ত্রিস্তরীয় নির্বাচনের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় নির্বাচন হবে । কারণ এখানে জেলা পরিষদ নেই।
দীর্ঘ দু'দশক পর পঞ্চায়েতি রাজ কায়েম হতে চলেছে দার্জিলিং ও কালিম্পঙে ৷ গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে নির্বাচন হলেও জিটিএ থাকায় ওই দুই জেলায় জেলা পরিষদের আসন নেই ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, দ্বিস্তরীয় হলেও পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন তাৎপর্যপূর্ণ ৷ এবার পাহাড়বাসীর চাহিদা সুশাসন ৷ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য ।
এই পঞ্চায়েত নির্বাচনের জন্য পাহাড়বাসী অপেক্ষায় ছিল ৷ কারণ পঞ্চায়েত না-থাকায় গ্রামীণ এলাকার উন্নয়নে প্রচুর কাজ থমকে গিয়েছে বলে মনে করেন অনেকেই ৷ দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলে সমস্যার সমাধান হতে পারে ৷ তৃণমূল সরকারের পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলি ৷ শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2001 সালে ৷ তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচন হয়নি ৷ মাঝে রাজ্য ও কেন্দ্রে সরকার বদলেছে ৷ পাহাড়ের একাধিক অধ্যায়ে পরিবর্তন এসেছে ৷ যাই হোক না কেন, পাহাড়ের পঞ্চায়েত ভোট হয়নি।
আরও পড়ুন: 'ভোট লুট করতে এলে তাকে হেঁটে ফিরে যেতে হবে না', শাসকদলকে হুমকি সুকান্ত'র