শিলিগুড়ি, 30 জুন : শাসকদলের শ্রমিক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিল শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজ ৷ সেই সমস্যা সমাধানে আজ পর্যটন মন্ত্রী গৌতম দেবের মধ্যস্থতায় ব্যবসায়ী ও শ্রমিক পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানেই দু'পক্ষ নিজেদের দাবিদাওয়া জানায় ৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীকাল তেকে পণ্য খালাসের কাজ ফের শুরু করা হবে ৷
দিন কয়েক আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজে তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক নেতা প্রসেনজিত রায়ের বিরুদ্ধে ৷ শিলিগুড়ির ব্যবসায়ীদের তরফে অভিযোগ জানিয়ে বলা হয়, লকডাউনে বর্ধিত হারে শ্রমিক মজুরির বিনিময়ে মাল খালাস করা হয়েছিল ৷ লকডাউনের পরও শ্রমিক সংগঠন বেশি মজুরি চাইছে বলে অভিযোগ জানায় ব্যবসায়ী পক্ষ৷ এরপরেই পণ্য খালাসের কাজ বন্ধ হয়ে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে ৷
কাজ বন্ধ হয়ে যাওয়ার পর নিজেদের দাবি ও সমস্যার কথা জানিয়ে পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ এরপরেই আজ এই সমস্যার সমাধানে দু'পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ দু'পক্ষের দাবি ও সমস্যার কথা শোনেন ৷ আর তাতেই এই সমস্যার সমাধান হয় ৷ পুনরায় কাজ চালু করতে দু'পক্ষই রাজি হয় ৷