কলকাতা, 12 এপ্রিল: আগামী 17 এপ্রিল পঞ্চম দফার ভোট ৷ তাই শেষ মুহূর্তের প্রচার পর্ব সারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে ৷
অমিত শাহের আজকের টার্গেট উত্তরবঙ্গের জনতা ৷ কালিম্পংয়ের প্রার্থী শুভ প্রধানের সমর্থনে সকাল সাড়ে এগারোটা নাগাদ কালিম্পংয়ে রোড শো করেন তিনি ৷ সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের সমর্থনে সেখানকার ঠাকুরপাত ফণীর মাঠে জনসভা করবেন তিনি ৷