শিলিগুড়ি, 15 নভেম্বর:শীতের ছুটির শুরুতেই পর্যটকদের জন্য দারুন খবর ! ডিসেম্বরে নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ নিতে পারবে পর্যটকরা । এমনটাই সুযোগ এনে দিতে চলেছে বন দফতর ও জু অথরিটি । ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বেঙ্গল সাফারি পার্কে চালু হবে সিংহ সাফারি । আর অন্যদিকে, একই সময়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসতে চলেছে সাইবেরিয়ান টাইগার ।
আর ওই দুই নতুন অতিথির আগমনের জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও জু অথরিটি । এখন খালি সেন্ট্রাল জু অথরিটির অনুমোদনের অপেক্ষা । ছাড়পত্র মিললেই ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে সাইবেরিয়ান টাইগার ও সিংহ সাফারি । ওই দুই চিড়িয়াখানায় নতুন অতিথির আগমনকে ঘিরে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ । অতিথির আগমনে আরও বেশি পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী বন দফতর ।
জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, সূদুর ইউরোপের সাইপ্রাসের পাফন চিড়িয়াখানা থেকে দার্জিলিং চিড়িয়াখানায় আনা হবে দুটি সাইবেরিয়ান টাইগার । সেখান থেকে বিশেষ বিমানে ওই প্রাণী দুটিকে আনা হবে । একটি পুরুষ ও একটি স্ত্রী টাইগার থাকছে । অন্যদিকে, ত্রিপুরার আগরতলার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে পুরুষ সিংহ ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে সিংহি আনা হবে বেঙ্গল সাফারিতে । আপাতত একজোড়া দম্পতিকে দিয়েই শুরু হবে সাফারি । আগামীতে আফ্রিকান দেশ থেকে আরও চারটি সিংহ আনার কথা রয়েছে বন দফতরের । সাইবেরিয়ান টাইগার ও সিংহ জোড়াকে আনার জন্য বন দফতরের আধিকারিক, পশু বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকদের নিয়ে আলাদা টিম গঠন করা হয়েছে ।