পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Leopard Dies: নকশালবাড়িতে চা বাগানের জলাশয়ে ডুবে মর্মান্তিক মৃত্যু চিতাবাঘের - শিলিগুড়ি

নকশালবাড়িতে চা বাগানের জলাশয়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের (Leopard Dies)৷ বনদফতরের গাফিলতিতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

Leopard dies after drowning in tea garden pond at Naxalbari
নকশালবাড়িতে চা বাগানের জলাশয়ে ডুবে মর্মান্তিক মৃত্যু চিতাবাঘের

By

Published : Oct 23, 2022, 12:28 PM IST

Updated : Oct 23, 2022, 1:11 PM IST

দার্জিলিং, 23 অক্টোবর:নকশালবাড়িতে জলাশয়ে ডুবে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘের (Leopard Dies)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের হাসখোয়া চা বাগানে । বনবিভাগের গাফিলতিতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ওই চা বাগানের একটি উন্মুক্ত জলাশয়ে পড়ে যায় । কারও চোখে না পড়ার কারণে এবং জলাশয় থেকে ওঠার কোনও ব্যবস্থা না থাকায় সারারাত ওই গভীর জলাশয়ে সাঁতার কাটে চিতাবাঘটি । রবিবার সকালে চা বাগানে কাজ করতে এসে শ্রমিকরা চিতাবাঘটিকে দেখতে পান ৷ তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন বন বিভাগকে ।

খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ওই চা বাগানে পৌঁছন । কিন্তু বন বিভাগ অনেকটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনোর কারণে চিতাবাঘটিকে আর জীবন্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ ৷ জলাশয়ে ডুবেই মৃত্যু হয় চিতাবাঘটির ।

আরও পড়ুন:পাহাড়ে কালো চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

বনকর্মীদের মতে, সারারাত সাঁতার কাটার কারণে ক্লান্ত হয়ে গিয়েছিল চিতাবাঘটি । যে কারণে সকালে আর বেশিক্ষণ সাঁতার কাটার ক্ষমতা ছিল না তাঁর । খবর দেওয়ার প্রায় ঘণ্টাখানেক পর বনকর্মীরা যখন জলাশয়ের কাছে পৌঁছন, ততক্ষণে চিতাবাঘটি ডুবে গিয়েছে ৷ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা । পরে সেটির দেহ ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয় ।

Last Updated : Oct 23, 2022, 1:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details