পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Leopard Terror: চিতাবাঘের হানায় জখম চা-বাগানের শ্রমিক - জখম চা বাগানের মহিলা শ্রমিক

চিতাবাঘের হানায় জখম মহিলা চা শ্রমিক (Leopard Attack in Tea Garden) ৷ ঘটনার পরেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এর আগেরও একাধিক চা শ্রমিক আহত হয়েছেন চিতাবাঘের হামলায় ৷ চিতাবাঘের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে ৷

Leopard Terror
চিতাবাঘের হানা চা বাগানে

By

Published : Feb 20, 2023, 5:23 PM IST

দার্জিলিং, 20 ফেব্রুয়ারি:আবারও চা-বাগানে চিতাবাঘের হানা ৷ জখম হলেন চা-বাগানে কর্মরত এক মহিলা শ্রমিক (Leopard Attack in Siliguri Tea Garden) ৷ সোমবার সকালে শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের বাগডোগরা এলাকার তাইপু চা-বাগান এলাকার ঘটনা ৷ চা-বাগানে কাজ করার সময় ফাতিমা লাকড়া নামে এক মহিলার হাতে থাবা বসায় একটি চিতাবাঘ ৷ বাগডোগরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের বাগডোগরা এলাকার তাইপু চা-বাগানে পাতা তোলার কাজ করছিলেন শ্রমিকেরা । এদিন সকালে পাতা তুলতে গেলে আচমকা চা-গাছের গোড়া থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ শ্রমিকদের উপর হামলা করে ৷ সেই সময় ফাতিমা লাকড়া নামে এক মহিলার উপর আক্রমণ করে ওই চিতাবাঘটি ৷ কোনওরকমে তিনি প্রাণে বাঁচলেও চিতাবাঘের থাবায় জখম হয় তাঁর হাত । স্থানীয় চা-শ্রমিকরা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে বাগডোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ চা-বাগানে চিতাবাঘের হানার খবর পেয়েই সেখানে পৌঁছন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা । তাঁরা পৌঁছে চা-বাগানে তল্লাশি শুরু করে ৷ বাগডোগরার রেঞ্জার সমীরণ রাজ বলেন, "তল্লাশি শুরু হয়েছে। প্রয়োজনে খাঁচা বসানো হবে।"

আরও পড়ুন:চিতাবাঘের হামলায় মৃত্যু 4 শিশুর, বাঘকে 'বাগে' পেতে ভিনরাজ্যের শার্প শুটারকে সমন

পাহাড়ি এলাকায় চা-বাগানে কাজ করতে গিয়ে প্রায়শই চিতাবাঘের হামলার শিকার হন চা-শ্রমিকরা ৷ ফের চিতাবাঘের হানায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। এর আগেও একাধিকবার চা বাগানের শ্রমিকেরা কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন । আবার ওই ঘটনা ঘটায় বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । চলতি বছরে এখনও পর্যন্ত মোট 4 জন চা শ্রমিক চিতাবাঘের হানায় জখম হয়েছে । দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চল, তরাই ও ডুয়ার্স এলাকায় চা-বাগান এলাকায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে চিতাবাঘের সংখ্যা। বিশেষ করে বন্ধ চা-বাগানগুলি চিতাবাঘের আঁতুরঘরে পরিণত হয়েছে । চা-বাগানের পরিবেশ চিতাবাঘের বসবাসের জন্য অনূকূল । সেই কারণে চা-বাগানগুলিতে চিতাবাঘের বারবাড়ন্ত ।

গত বছর চিতাবাঘের হানায় 11 জন শ্রমিক জখম হয়েছিলেন ৷ এছাড়াও গ্রামে চিতাবাঘের হানা আকছাড় হয়ে থাকে ৷ কখনও গবাদি পশুর শিকার করে চিতাবাঘ। আতঙ্কে থাকেন চা বাগানের শ্রমিকেরা । রাত হলে রীতিমতো ঘরবন্দি থাকেন গ্রামবাসীরা ।

ABOUT THE AUTHOR

...view details