শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মাঝে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে রাজনৈতিক ও শিক্ষকমহল । মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যে মমতার অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব জেলাজুড়ে ।
মঙ্গলবার একদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা ৷ অন্যদিকে, 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik exam) । ফলে যেখানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ব্যস্ত থাকার কথা সেখানে বর্তমানে সমস্ত প্রশাসন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত । এই অভিযোগ তুলতে পিছপা হয়নি বাম শিক্ষক সংগঠনের নেতৃত্ব । তবে বাম শিক্ষক সংগঠনের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে শাসকদলের নেতৃত্ব । নিখিলবঙ্গ শিক্ষক সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু বলেন, "মুখ্যমন্ত্রীর সভার ফলে সমস্যায় পরতে হবে মাধ্যমিক পরীক্ষার পরিচালনায় । কারণ মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা । এই পরীক্ষার আগে বহু প্রশাসনিক ও প্রক্রিয়াগত কাজ থাকে ৷ সেগুলিতে ব্যাঘাত ঘটবে।"
প্রাক্তন শিক্ষক তমাল চন্দের বক্তব্য, মাধ্যমিক পরীক্ষার আগে প্রক্রিয়াগত বহু কাজ থাকে । বিশেষ করে প্রশ্নপত্র সংক্রান্ত গোপনীয় কাজ ৷ প্রশাসন যদি মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত থাকে তবে সেইসব কাজ বন্ধ থাকবে । মাইক বাজানো নিয়েও প্রশ্ন তোলেন এই প্রাক্তন শিক্ষক ৷ তবে এই অভিযোগের বিরোধীতা করেন তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনের সম্পাদক সুপ্রকাশ রায় ৷ তিনি বলেন, "এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । সব কাজ আগে প্রশাসন ও পুলিশ শেষ করে ফেলেছে । ফলে মুখ্যমন্ত্রীর সফরে বরং জেলার মানুষ উপকৃত হবে ৷ আর মাইকও শব্দ সীমা অনুযায়ী চালানো হবে ।"