শিলিগুড়ি, 16 মে : নকশাল আন্দোলনের সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরসহ একাধিক মনীষীর মূর্তি । এবার ভোটের রাজনীতিকে সামনে রেখে একই ঘটনা ঘটছে রাজ্যে, মনে করছেন বাম নেতৃত্বসহ ওয়াকিবহাল মহল । সকলে একবাক্যে রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছে ।
ভোটে জিততে মূর্তি ভাঙার মতো কাজ হচ্ছে, মানুষ জবাব দেবে : জীবেশ
কলকাতায় অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদ করলেন দার্জিলিং জেলা বাম নেতৃত্বসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা । তাঁরা গতকাল মূর্তির পাদদেশে মাল্যদান করে মৌন মিছিল করেন ।
মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের সামনে থাকা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে গতকাল সরব হলেন দার্জিলিং জেলা বাম নেতৃত্বসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা । তাঁরা হাকিমপাড়া এলাকায় চিল্ডেন পার্কে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে জমায়েত হন । তারপর রাজ্য ও কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান । মূর্তিতে মাল্যদান করে একটি মৌন মিছিল করেন । মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি দিয়ে গিয়ে হিলকার্ট রোড সংলগ্ন অনিল বিশ্বাস ভবনে শেষ হয় ।
দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, "ভোটের রাজনীতিকে সামনে রেখে রাজ্য ও কেন্দ্রের শাসকদল বিদ্যাসাগরের মূর্তিকে যেভাবে ভাঙল তার নিন্দা জানানোর ভাষা নেই । এই দল দু'টি কৃষ্টি ও সংস্কৃতি বিনাসকারী দল । অতীতেও এমন ঘটনা ঘটেছে । এরাজ্যসহ ত্রিপুরা ও অন্যান্য রাজ্যেও মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে । আমরা তীব্র প্রতিবাদ করছি । এর বিরুদ্ধে আমরা পথে নামব ।" অন্যদিকে তিনি আরও বলেন, "নকশাল আন্দোলনের সময় যেভাবে মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল তারপর মানুষ তাদের বিপক্ষে রায় দিয়েছে । আমরা সেই পথেই হাঁটছি । যদিও কিছু রাজনৈতিক দল ভোটে জিততে মূর্তি ভাঙার মতো জঘন্য কাজ করে চলছে । মানুষ এর জবাব দেবে বলেই আশা করছি আমরা ।"