পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র শক্তিবৃদ্ধি উদ্বেগের : অশোক - bjp

দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে বলেন, "আমি আগেই দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে আশঙ্কা করেছিলাম । সেটাই হচ্ছে । কেন্দ্রে NDA এগিয়ে চলেছে । ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে ।"

অশোক ভট্টাচার্য

By

Published : May 24, 2019, 6:40 AM IST

Updated : May 24, 2019, 6:51 AM IST

শিলিগুড়ি, 24 মে : "দেশে NDA-র শক্তি বৃদ্ধি হচ্ছে । এগিয়ে চলেছে BJP । রাজ্য থেকে দেশে BJP এগিয়ে চলেছে বিপুল মার্জিনে । যা খুবই উদ্বেগের ।" একথা বললেন শিলিগুড়ির বাম নেতা অশোক ভট্টাচার্য ।

রাজ্যে একটিও আসন না পেলেও এই ফলাফলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অশোকবাবু । তাঁর কথায়, "2014 লোকসভা নির্বাচনে বামেরা তৃতীয় স্থানেই ছিল । এবারও তৃতীয়তেই থাকছে । ফলাফলে খুব একটা হেরফের হচ্ছে না । তবে আমাদের ভোট BJP-তে গেছে কি না তা এখনই বলতে পারব না । সেটা দলে আলোচনা করে বোঝা যাবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে বলেন, "আমি আগেই দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে আশঙ্কা করেছিলাম । সেটাই হচ্ছে । কেন্দ্রে NDA এগিয়ে চলেছে । ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে । দেশ ও রাজ্যের পক্ষে খুবই খারাপ ইঙ্গিত । তবে এটা দীর্ঘস্থায়ী নয় ।"

Last Updated : May 24, 2019, 6:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details