দার্জিলিং, 21 মার্চ : কোরোনার জেরে দার্জিলিং, কালিম্পং-সহ রাজ্যের স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হল । কেবলমাত্র কোনও কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলে বা পরিবারের কারও মৃত্যু হলে ছুটি মিলবে । এছাড়া গুরুতর অসুস্থ হলে বা কোনও কর্মী চাইল্ড-কেয়ার লিভ, মাতৃত্বকালীন লিভ অথবা মেডিকেল বা আর্ন লিভ নিতে পারবে । এছাড়া কোনওরকম ছুটি মঞ্জুর করা হবে না ।
রাজ্যে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ, খোলা হল COVID-19 হেল্প ডেস্ক - কোরোনা ভাইরাসের চিকিৎসা
রাজ্যের স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হল । রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সই করা একটি নির্দেশিকা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সই করা একটি নির্দেশিকা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে । এই নির্দেশিকা এসে পৌঁছেছে দার্জিলিং ও কালিম্পং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে । এদিকে পাহাড় ও সংলগ্ন এলাকা থেকে স্টাডি, চিকিৎসা-সহ কাজের জন্য ভিন রাজ্যে যাওয়া অনেকেই এখন ফিরে আসছেন । তাঁদের অনেকেরই জ্বর ও সর্দি-কাশির মতো উপসর্গ থাকায় এলাকার বাসিন্দা ও পরিজনদের উদ্বেগ বাড়ছে । উপসর্গ না থাকলেও তাঁদের অনেকেই স্ক্রিনিং এবং চেকআপ করার জন্য হাসপাতালে যাচ্ছেন ।
পরিস্থিতি বিবেচনা করে জেলা থেকে মহকুমা এমনকী, ব্লক তথা গ্রামীণ হাসপাতালগুলিতেও আইসোলেশন ওয়ার্ড বা কোয়ারানটাইন খোলার জোর তৎপরতা শুরু হয়েছে । খোলা থাকছে COVID-19 হেল্প ডেস্ক । সেখানেও উপচে পড়ছে ভিড় । থার্মাল স্ক্যানার দিয়ে প্রাথমিক চেক-আপ করা হচ্ছে ।