শিলিগুড়ি, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেওয়ার নিদান দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর মতে, বাকি কাজ কেন্দ্রীয় বাহিনী করে দেবে ৷ ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার আর পালানোর জায়গা নেই বলেও তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ সোমবারই জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য ধাপে ধারে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ৷ এর মধ্যে কিছু সংখ্যক বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে।
এদিন জলপাইগুড়ি জেলা থেকে ডাবগ্রাম ফুলবাড়ির ওই নির্বাচনী সভায় যোগ দিতে গেলে ঠাকুরনগরের কাছে রেলগেটে আটকে পড়েন তিনি ৷ বেশ কিছুক্ষণ রেলগেট বন্ধ থাকায় অপেক্ষা করতে হয় বিরোধী দলনেতাকে ৷ শেষে রেলগেট পার করে এক দলীয় কর্মীর স্কুটিতে চেপে জনসভায় যোগ দেন তিনি ৷
এরপর সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের জাবরাভিটা হাইস্কুল ময়দানে নির্বাচনী জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ নির্বাচনী প্রচার মঞ্চে রাজ্য সরকার থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন: মানুষের পঞ্চায়েত গড়ব, প্রতিশ্রুতি জয়নগরে বছর 25'র বাম প্রার্থী শীর্ষার