পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

GTA Election 2022 : রাত পোহালেই জিটিএ নির্বাচন, 10 বছর পর পাহাড়ে ভোট উৎসব - শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন 2022

নির্বাচনের আগের দিনে পাহাড়ে প্রস্তুতি তুঙ্গে (GTA Election 2022)৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ বুথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা ৷

election
পাহাড়ে নির্বাচনের প্রস্তুতি

By

Published : Jun 25, 2022, 5:41 PM IST

দার্জিলিং, 25 জুন : রাত পোহালেই পাহাড়ে নির্বাচন । মেঘের দেশের বাসিন্দারাও রবিবার সকালে বুথে বুথে ছুটবেন নিজের প্রিয় প্রার্থীকে বেছে নিতে । এই নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত প্রশাসন (Last Minute Preparation of GTA Election in Darjeeling)৷ কোনওরকম অশান্তি যাতে না-হয় তার জন্য কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পাহাড় ৷ রবিবার 277 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ।

বৃষ্টি চলছে, বেলা গড়ালেই কুয়াশায় ঢাকা পড়ছে গোটা এলাকা । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা । তবুও রবিবার নির্বাচনের উত্তাপে পুড়তে চলেছে শৈলশহর । 45টি আসনের জন্য প্রার্থী হয়েছেন 277 জন । তার মধ্যে আবার 171 জন নির্দল প্রার্থী ৷ এদের সকলেরই ভাগ্য নির্ধারণ করবেন 7 লক্ষ 326 জন ভোটার । এর জন্য 922টি বুথ করা হয়েছে । তার মধ্যে 37টি অক্সিলারি বুথ ।

পাহাড়ে শুরু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি

নির্বাচনের দায়িত্বে রয়েছেন 60জন রিটার্নিং অফিসার ৷ রবিবার ভারী বৃষ্টির পাশাপাশি ধস পড়ার সম্ভবনা রয়েছে পাহাড়ে । তাই শনিবারই ভোটকর্মীদের বুথে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কারণ পাহাড়ে শ্রীখোলা, তোদে, টাদং এর মত প্রত্যন্ত এলাকা রয়েছে । সেখানে ঝুঁকি নিয়েই পৌছতে হবে ভোটকর্মীদের । তবে 10 বছর পর জিটিএ নির্বাচন নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই পাহাড়বাসীর । তবুও তাদের দাবি যেই ক্ষমতায় আসুক তারা যেন শিক্ষা, স্বাস্থ্য-সহ বেকার যুবক-যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করে ।

আরও পড়ুন :SMP Election 2022 : শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের শেষ প্রচারে ঝাঁপাল ডান-রাম-বাম

ABOUT THE AUTHOR

...view details