দার্জিলিং, 13 এপ্রিল: লকডাউন অমান্য করায় দার্জিলিঙে পাঁচদিনে গ্রেপ্তার 70 জন । এরপরেও যেন হেলদোল নেই সাধারণ মানুষের । লকডাউনে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষের । কোরোনা মোকাবিলায় এখনও পর্যন্ত একমাত্র প্রতিষেধক লকডাউন। প্ৰশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে একথা বার বার বলা হলেও পাহাড়ে তা যেন হেলায় উড়িয়ে দিছেন সাধারণ মানুষের একাংশ । লকডাউন শুরু হতেই যেসব জায়গায় কারও দেখা পাওয়া যাচ্ছিল না, দিন যত বাড়ছে, ততই যেন লোকজনের দেখা মিলছে সেসব জায়গায়।
5 দিনে গ্রেপ্তার 70, তবুও লকডাউন উপেক্ষা দার্জিলিঙে
দিন যত বাড়ছে লকডাউনে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষের । কোরোনা মোকাবিলায় এখনও পর্যন্ত একমাত্র প্রতিষেধক লকডাউন। প্ৰশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে একথা বার বার বলা হলেও দার্জিলিঙ পাহাড়ে তা যেন হেলায় উড়িয়ে দিছেন সাধারণ মানুষের একাংশ । দার্জিলিং সদর থানার IC তীর্থ নাথ জানিয়েছেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে । গত পাঁচদিনে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
কিছু লোকজন লকডাউনে ঘরবন্দী না থেকে বিভিন্ন অজুহাতে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বের হচ্ছে । এর ফলে ধরপাকড় বাড়িয়েছে দার্জিলিং জেলা পুলিশ । দার্জিলিং সদর থানার IC তীর্থ নাথ জানিয়েছেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে । গত পাঁচদিনে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ায় কিছু মানুষ যেন কোরোনার ভয়কে তোয়াক্কা না করেই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন । দার্জিলিং সদর থানার পুলিশ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করলেও কালিম্পঙ জেলা পুলিশ এখনও তেমন সক্রিয় হয়নি বলে অভিযোগ। অথচ উত্তরবঙ্গের মধ্যেকালিম্পঙে প্রথম কোরানোয় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । উত্তরবঙ্গে কোরোনার হটস্পটও কালিম্পঙ ।