পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিং ও সিকিমের একাধিক জায়গায় ধস

টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ধস। যদিও এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি।

By

Published : Jun 28, 2020, 2:07 PM IST

landslide in Sikkim and Darjeeling
landslide in Sikkim and Darjeeling

দার্জিলিং, 28 জুন: ফের ধস পাহাড়ে। ধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে 10 নম্বর জাতীয় সড়ক। রবিবার সকালে কালিম্পং জেলার রিয়াঙের কাছে ধস নামে। এর ফলে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। কালিম্পঙের রিয়াং পুলিশ ফাঁড়ির আধিকারিক শিবকুমার রাই বলেন, গাছ কেটে জাতীয় সড়ক দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর বেশ কিছুক্ষণ আগেই 27 মাইলে ধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনার পরেই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

অপরদিকে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন এলাকায় ধস নামে। উত্তর সিকিমের চার থেকে পাঁচটি জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের ফলে সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে রবিবার পর্যন্ত দার্জিলিং ও সিকিমের বিভিন্ন এলাকায় ধসের খবর পাওয়া গিয়েছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি বলেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details