পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

29 মাইলে ধস, সিকিম ও কালিম্পঙের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল এই সমস্ত এলাকায় । গতকালও প্রবল বৃষ্টি শুরু হয় । যার ফলে গভীর রাতে ওই এলাকায় ধস নামে । ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল ।

kalimpong
kalimpong

By

Published : Sep 22, 2020, 12:34 PM IST

শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : ধসের জেরে বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পং । দশ নম্বর জাতীয় সড়কে 29 মাইলের কাছে রম্ভি ও তিস্তা বাজারের মাঝে ধস নামে । যার ফলে সিকিম ও কালিম্পঙের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।

কয়েকদিন ধরেই এই সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছিল । গতকালও প্রবল বৃষ্টি শুরু হয় । যার ফলে গভীর রাতে ওই এলাকায় ধস নামে । ধসের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । আটকে পড়েছে বহু গাড়ি । সিকিম ও এ রাজ্যের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংকীর্ণ এলাকায় পাথরের চাই এসে পড়েছে । এর জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা । বৃষ্টির জেরে রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে । সকালে কাজ শুরু হলেও বিকেলের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানিয়েছেন প্রশাসনিক কর্তারা ।

আজ সকাল থেকে পাহাড় ও সমতলেও টানা বৃষ্টি চলছে । স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । বৃষ্টি কমলে রাস্তা পরিষ্কারের কাজে গতি আসবে বলেই মনে করছেন আধিকারিকরা । ধসের জেরে সিকিম ও কালিম্পং থেকে শিলিগুড়িমুখী একাধিক গাড়ি আটকে পড়েছে ।

ABOUT THE AUTHOR

...view details