পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টানা বৃষ্টিতে কালিম্পংয়ের রাজ্য সড়ক সহ একাধিক জায়গায় ধস - kalimpong

তৎক্ষণাৎ রাস্তা থেকে ধস সরানোর কাজ শুরু হয় । প্রায় ঘণ্টাখানেক পর ধস সরিয়ে ফের যান চলাচল স্বাভাবিক করা হয় ।

kalimpong landslide
kalimpong landslide

By

Published : Jun 30, 2021, 10:35 PM IST

কালিম্পং, 30 জুন : গত চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হয়েছে । নদীগুলির জলস্তর বেড়েছে । পাহাড়ে টানা বৃষ্টির ফলে বুধবার ফের কালিম্পংয়ের ধস নামে । আজ সকালে কালিম্পংয়ের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে ।

সকালে কালিম্পংয়ের গরুবাথান এলাকার অম্বিয়ক চা বাগান সংলগ্ন রাজ্য সড়কের উপর ধস নামে । পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই রাজ্য সড়কের উপর ভেঙে পড়ে । যার ফলে ওই সড়কে যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পং জেলার গরুবাথান থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ । ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরাও ।

আরও পড়ুন : Kolkata Municipal : কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরির আবেদন, ধৃত তিন

তৎক্ষণাৎ রাস্তা থেকে ধস সরানোর কাজ শুরু হয় । প্রায় ঘণ্টাখানেক পর ধস সরিয়ে ফের যান চলাচল স্বাভাবিক করা হয় ওই রাস্তায় । তবে পরিস্থিতি নজরে রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে এলাকায় । পাশাপাশি অম্বিয়ক থেকে সেরমালি যাওয়ার রাস্তাতেও একাধিক জায়গায় ধস নেমেছে । সেখানেও ধস সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও জিটিএ । সম্প্রতি টানা বৃষ্টির ফলে দার্জিলিংয়ের তিনধারিয়াতে 55 নম্বর জাতীয় সড়কের উপর ধস নেমেছিল । পাশাপাশি কার্শিয়াংয়ের একাধিক জায়গাতেও কিছুদিন আগেই ধসের ঘটনা ঘটে ।

ABOUT THE AUTHOR

...view details