কালিম্পং, 17 জুন : রাজ্য়ে ঢুকে গিয়েছে বর্ষা ৷ আর তারপর থেকেই টানা বর্ষণে বিভিন্ন জায়গায় ধসের ঘটনা ঘটছে ৷ পাহাড় থেকে সমতল, সর্বত্রই ধসের কবলে পড়ছে মানুষ ৷ বৃহস্পতিবার পাহাড়েও বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে ৷ কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধসের ফলে আতঙ্ক ছড়ায় ৷
বৃহস্পতিবার সকালে কালিম্পং জেলার ছয় মাইল এলাকার বেশ কয়েকটি জায়গায় ধস নামে ৷ এর ফলে কালিম্পং থেকে লাভাগামী রাজ্য সড়ক ধরে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় ৷ জেলা পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে আপাতত বিকল্প রাস্তায় যাতায়াত করার আবেদন জানানো হয়েছে ৷
আরও পড়ুন :টানা বৃষ্টিতে ভাঙল খালের পাড়, ধসে গেল রাস্তা
ছয় মাইলের পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়কের আংহেরি টুমলং, ঊনত্রিশ মাইলের শ্বেতী ঝোরা ও রংপো এলাকাতেও ধস নামে ৷ যার ফলে এই এলাকাগুলিতে জাতীয় সড়ক দিয়ে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কালিম্পং জেলা পুলিশ এবং বর্ডার রোড অরগানাইজেশন ৷