পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে প্রবল বৃষ্টি, দার্জিলিং সহ একাধিক এলাকায় ধস - মিরিক, দার্জিলিংসহ বিভিন্ন এলাকায় ধস

রাতভর একটানা বৃষ্টির জের । মিরিক, দার্জিলিংসহ বিভিন্ন এলাকায় ধস । প্রবল বৃষ্টির জেরে রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে ।

landslide
landslide

By

Published : Sep 23, 2020, 11:58 AM IST

Updated : Sep 23, 2020, 12:34 PM IST

দার্জিলিং, 23 সেপ্টেম্বর : রাতভর পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে সকাল থেকে বিভিন্ন এলাকায় ধস নেমেছে । আজ সকালে সেবকের কালিবাড়ির কাছে ধস নামে । যার ফলে বন্ধ হয়ে গিয়েছে সিকিমগামী জাতীয় সড়ক । ধস নেমেছে 29 মাইলেও ।

মিরিক, দার্জিলিং সহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে ধস নামার খবর পাওয়া গেছে । প্রবল বৃষ্টি শুরু হয়েছে পাহাড় এবং সমতলে । বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে ।

পাহাড়ে ধস

কার্শিয়ঙেও প্রবল বৃষ্টি হচ্ছে । আজ সকালে ধস নামে সেবকের কাছে । এছাড়া 29 মাইলে ফের ধস নেমেছে । ফলে দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে । এছাড়াও ধস নেমেছে মিরিক, সৌরিনি সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় । প্রবল বৃষ্টির মাঝে ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে । বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন ।

Last Updated : Sep 23, 2020, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details