পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমিদাতাদের চাকরির দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে - land_looser

বাম সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে জমি দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রতিশ্রুতি মিলেছিল বিকল্প হিসাবে মিলবে সরকারি চাকরি । কিন্তু বাস্তবে ক্ষতিপূরণ ছাড়া সরকারি চাকরি পাননি কেউই । এর প্রতিবাদে আজ শিলিগুড়িতে একজোট হয়ে সেচ দপ্তরে ডেপুটেশন জমা দেন জমিদাতারা ।

Land looser's agitation in Siliguri
জমিদাতাদের চাকরির দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে

By

Published : Dec 3, 2019, 9:36 PM IST

Updated : Dec 3, 2019, 10:26 PM IST

শিলিগুড়ি, 3 ডিসেম্বর : জমিদাতাদের সরকারি চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে ৷ শিলিগুড়ি সেবক রোডে সেচ দপ্তরে গণ ডেপুটেশন দেন জমিদাতারা ৷ অভিযোগ, আগের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়নের প্রকল্পে জমি দিলে মিলবে সরকারি চাকরি ৷ কিন্তু বাস্তবে তা পূরণ না হওয়ায় আজ তাঁরা বিক্ষোভ দেখান ৷

শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে নানা সরকারি প্রকল্পে বিভিন্ন সময় জমি দিয়েছিলেন কয়েকশো মানুষ । বাম সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে জমি দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রতিশ্রুতি মিলেছিল বিকল্প হিসাবে মিলবে সরকারি চাকরি । কিন্তু বাস্তবে ক্ষতিপূরণ ছাড়া সরকারি চাকরি পাননি কেউই । এর প্রতিবাদে আজ শিলিগুড়িতে একজোট হয়ে সেচ দপ্তরে ডেপুটেশন জমা দেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আন্দোলনকারীরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠানো হয়েছে ডেপুটেশনের প্রতিলিপি । তিস্তা সেচ প্রকল্পের জন্য জমি দেওয়া হয়েছিল । আগের সরকার সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল ৷ কিন্তু কোনও চাকরি পাইনি । তাই আজ বাধ্য হয়ে ডেপুটেশন জমা করতে এসেছি ৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপিও পাঠানো হয়েছে ৷

Last Updated : Dec 3, 2019, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details