কার্শিয়াং, 4 জুন : তৃণমূল কংগ্রেসের দিকে ঝোঁকার ফল পেতে হল হাতেনাতে ৷ কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হল কৃষ্ণা লিম্বুকে। তাঁর বদলে পৌরসভার নতুন চেয়ারম্যান পদে ব্রিগেন গুরুংয়ের নাম প্রস্তাব করে দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবলম এসকে চিঠি দেওয়া হয়েছে।
কৃষ্ণা লিম্বুর বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ, করোনা আবহে চেয়ারম্যান হয়েও কোনও কাজ করছিলেন না তিনি ৷ এমনকি পৌর কর্মীদেরও কোনওরকম সহযোগিতা করছিলেন না ৷ ওই অভিযোগ তুলেই গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে চিঠি দেয় বিনয়পন্থী মোর্চার পরিষদীয় দল। শুক্রবার পৌরসভার জরুরি বৈঠক ডেকে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে ভোটাভুটির মাধ্যমে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
কার্শিয়াং পৌরসভা সূত্রে খবর , পৌরসভার অধীনে মোট 20টি ওয়ার্ড রয়েছে । তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় এই মুহূর্তে 19 জন কাউন্সিলর রয়েছেন । এঁদের মধ্যে 15 জন কাউন্সিলরই চেয়ারম্যান অপসারণের পক্ষে ভোট দেন। তারপরই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে 17 মে কৃষ্ণা লিম্বুকে চিঠি পাঠনো হয়। তাঁকে 14 দিনের মধ্যে উত্তর দিতে ও তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়। কিন্তু তিনি কোনও উত্তর না দেওয়ায় 1 জুন জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন সহকারী চেয়ারম্যান ব্রিগেন গুরুং। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই 4 জুন বৈঠক হয় ৷