কার্শিয়াং, 1 মার্চ: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ (Rapist Father Gets 25 Years) করেছে বাবা ৷ কুৎসিত এই ঘটনা কার্শিয়াঙের ৷ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কার্শিয়াঙের অতিরিক্ত দায়রা এবং পকসোর বিশেষ আদালত (Kurseong Court)৷ জঘন্য এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক (25 years rigorous imprisonment)৷ জরিমানা করা হয়েছে 50 হাজার টাকা ৷
প্রায় রোজই বাবার লালসার শিকার কন্যা: সরকারের পক্ষের বিশেষ আইনজীবী রমেশ আগরওয়াল জানিয়েছেন, 2018 সালের 9 জানুয়ারি 15 বছর বয়সি এক কিশোরী কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগ ছিল যে, তার 35 বছর বয়সি বাবা 2017 সালের ডিসেম্বর মাস থেকে বাড়িতেই তার উপর যৌন নিপীড়ন এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছে । প্রায় প্রতিদিনই তাকে তার বাবার লালসার শিকার হতে হয় বলে অভিযোগ করে ওই কিশোরী ৷
সৎ মাকে জানিয়েও লাভ হয়নি: সে পুলিশকে জানায়, গোটা ঘটনা তার সৎ মাকে জানালেও লাভ হয়নি ৷ এরপর বাধ্য হয়ে 2018 সালের 9 জানুয়ারি সে পুলিশের দ্বারস্থ হয় ৷ বাবা দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালায় বলে জানিয়ে কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করে মেয়েটি ।