পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir on SSC Scam: কুন্তল ঘোষের গ্রেফতারি আদতে ‘দিদি-মোদি’ সমঝতা, দাবি অধীরের - প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

তৃণমূল যুব নেতার গ্রেফতারি মমতা এবং মোদির সমঝতা বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir on SSC Scam) ৷ অভিযোগ করলেন তাঁদের সমঝতার কারণেই আসল দোষীরা ধরা পড়বে না ৷

Adhir on SSC Scam ETV BHARAT
Adhir on SSC Scam

By

Published : Jan 21, 2023, 6:46 PM IST

কুন্তল ঘোষের গ্রেফতারি মমতা এবং মোদির সমঝতা বলে অভিযোগ অধীরের

দার্জিলিং, 21 জানুয়ারি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারিতে ফের একবার ‘দিদি-মোদি’ সেটিং তত্ত্ব খাড়া করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Kuntal Ghosh Arrest is Got up Game Between TMC-BJP) ৷ এদিন কংগ্রেসের ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ কর্মসূচিতে ফাঁসিদেওয়াতে পৌঁছেছে কংগ্রেসের মিছিল ৷ সেখানেই নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের গ্রেফতারিকে লোক দেখানো বলে সমালোচনা করেন অধীর ৷

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "দিদি আর মোদির মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে ৷ সেই জন্য নিয়োগ দুর্নীতিতে রাঘব বোয়ালরা গ্রেফতার হবে না ৷ সব চুনোপুঁটিগুলো গ্রেফতার হবে ৷’’ কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র অঙ্গ হিসেবে রাজ্যে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ করছে প্রদেশ কংগ্রেস ৷ সেই যাত্রা দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকে পৌঁছয় ৷ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থেকে এদিন ফের ওই যাত্রা শুরু হয়েছে ৷ সেখান থেকে গোয়ালটুলি মোড় হয়ে মিছিল ফাঁসিদেওয়া হাইস্কুলে পৌঁছয় ৷ রবিবার ফাঁসিদেওয়া থেকে বাগডোগরা যাবে অধীরের নেতৃত্বাধীন এই মিছিল ৷

সোমবার প্রদেশ কংগ্রেসের ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ দুর্গাপুর থেকে কার্শিয়ং এর উদ্দেশ্যে রওনা দেবে ৷ পাহাড় যাত্রায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রিয়াঙ্কা গান্ধির ৷ এদিনের মিছিলে সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, প্রবীণ কংগ্রেস নেতা ডিপি রায়, পর্যবেক্ষক ভিপি সিং-সহ অন্যান্যরা ৷

আরও পড়ুন:আয়কর হানার ঘটনায় জাকিরের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

এদিন মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করেন অধীর চৌধুরী ৷ তিনি বলেন, "কেন্দ্র ও রাজ্যের শাসকদল গিরগিটি ৷ দুই দলই নিজেদের কথা, চরিত্র, ভাবনা গিরগিটির মতো পরিবর্তন করে ৷ দু’পক্ষের রাজনৈতিক ডিএনএ এক ৷ একই মুদ্রার দুই পিঠ ৷’’ সেখানেই নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্রকে নিশানা করেন অধীর ৷ তিনি বলেন, "তৃণমূলের মন্ত্রী থেকে নেতা এই দুর্নীতির সঙ্গে জড়িত ৷ পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার ৷ ঠিকমতো তদন্ত হলে আরও বড় রাঘব বোয়ালরা ধরা পড়বে ৷ কিন্তু, দিদি সমঝোতা করে নিয়েছেন ৷ মোদি সিবিআই, ইডি কমাবেন আর দিদিও মোদির বিরুদ্ধে কথা বলবেন না ৷ আর বলছেনও না ৷’’

ABOUT THE AUTHOR

...view details