শিলিগুড়ি, 9 জুন : করোনা সংক্রমিত হয়ে প্রয়াত হলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (কেপিপি) (Kamtapur Progressive Party) সভাপতি অতুল রায় (Atul Roy) । গত 22 মে থেকে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি । সেখানেই বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
অতুল রায়ের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন বিকেলে তাঁকে শ্রদ্ধা জানাতে নার্সিংহোমে যান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ৷ অতুল রায় কামতাপুর আন্দোলনের অন্যতম নেতা । শেষে কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তিনি । অতুল রায়ের মৃত্যুতে কামতাপুর আন্দোলনের একটা অধ্যায় শেষ হল বলে ধারণা রাজনৈতিক মহলের । তাঁর প্রয়াণে শোকাহত উত্তরবঙ্গ ৷
বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গে কামতাপুর আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন অতুল রায় । বাম আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠনপাঠন বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি । 1996 সালের 7 জানুয়ারি কেপিপি দলের প্রতিষ্ঠা করেন অতুল । দলের প্রতিষ্ঠার পর থেকেই কামতাপুর আন্দোলনের মধ্যে দিয়ে কামতাপুরী ভাষাকে স্বীকৃতির দাবি জানিয়ে আন্দোলন আরও তীব্র করেন । 2014 সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়াকে (Surinderjeet Singh Ahluwalia) সমর্থনের কথা ঘোষণা করে ছিলেন তিনি । এছাড়াও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে ছিলেন । 2019 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অতুন । এরপর তাঁকে রাজ্য সরকার কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে বসায় ।