পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 Crore Rupees Drugs Recovered: কলকাতা এসটিএফ-শিলিগুড়ি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার 10 কোটির মাদক, গ্রেফতার 2

কলকাতা এসটিএফ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকার একটি হোটেল থেকে হাতবদলের আগে ওই অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেফতার করা হয়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 5:43 PM IST

দার্জিলিং, 20 অক্টোবর: ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। দুর্গা পুজোর ষষ্ঠীর দিনই গোপন সূত্রে পেয়ে খবর পেয়ে কলকাতা এসটিএফ-এর সঙ্গে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ৷ আর সেই অভিযানেই 10 কোটির মাদক উদ্ধার করে পুলিশ। ঘটনায় ভিন জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মোট দু'কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার কলকাতা এসটিএফ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকার একটি হোটেল থেকে হাতবদলের আগে ওই অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক ও একটি পিক-আপ ভ্যানও। জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম মহম্মদ জামশেদ ও মহম্মদ রাকিব। দু'জনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলায় বলেও পুলিশ সূত্রেব খবর মিলেছে।

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নির্যাতন, প্রতিবেশী যুবক গ্রেফতার
পুলিশ সূত্রে খবর, মণিপুর থেকে হেরোইন দুটি গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল। জিয়াগঞ্জের একটি হোটেলে তা হাতবদল হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই অভিযানে নামে পুলিশ। ধৃত দু'জনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে একটি সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, "কলকাতা এসটিএফ থেকে তাদের কাছে খবর আসে বিপুল পরিমাণ নেশার সামগ্রী পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি গাড়ির মধ্যে ট্রাকটি নাগাল্যান্ড নম্বরের এবং পিক-আপ ভ্যানটি পশ্চিমবঙ্গের। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে।"

ABOUT THE AUTHOR

...view details