পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের পরে প্রকাশ্যে খুদে রয়্যাল শাবক কিকা ও রিকা

এক বছর বয়স না হলে কোনও রয়্যাল বেঙ্গল শাবককে ওপেন এনক্লোজ়ারে আনা সম্ভব নয়। ভোটের পর কিকা ও রিকার বয়স এক বছর পূর্ণ হবে। তাই আগামী মাস থেকেই তাদের ওপেন এনক্লোজ়ারে ছাড়া হবে।

বেঙ্গল সাফারি

By

Published : Apr 8, 2019, 9:50 AM IST

শিলিগুড়ি, 8 এপ্রিল : ভোটের পরেই প্রকাশ্যে আসবে খুদে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাপ্ত বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার শিলা, বিভানের পাশাপাশি রয়্যাল শাবক কিকা ও রিকার দেখা মিলবে বেঙ্গল সাফারির ওপেন এনক্লোজ়ারে। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ পর্যটকদের নজর কাড়তে শাবকদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে।

জ়ু অথরিটির গাইডলাইন অনুসারে, এক বছর বয়স না হলে কোনও রয়্যাল শাবককে ওপেন এনক্লোজ়ারে আনা সম্ভব নয়। ভোটের পরেই তাদের বয়স এক বছর হবে। সেক্ষেত্রে ওই দুই শাবককে ওপেন এনক্লোজ়ারে ছাড়তে আর কোনও বাধা থাকবে না।

বেঙ্গল সাফারি সূত্রে খবর, ১১ মাস বয়সি ওই দুই শাবক এখন যথেষ্টই স্বনির্ভর। তারা বেঙ্গল সাফারির নির্দিষ্ট এলাকায় আপনমনে খাওয়া দাওয়া আর খেলায় মশগুল। তাদের দেখভাল করতে প্রাণ ওষ্ঠাগত বায়োলজিস্ট থেকে শুরু করে চিকিৎসকের। জানা গেছে, ওই দুই খুদে রয়্যাল বেঙ্গল শাবক এনক্লোজ়ারে বন্দী থাকায় শিকার করে খাওয়ার অভ্যাস আয়ত্ত করতে পারেনি। এমন কী এই বিষয়ে তাদের কোনও প্রশিক্ষণও দেওয়া হবে না। তবে জ়ু অথরিটির গাইডলাইন অনুসারে, বয়স বাড়ায় রয়্যাল শাবকদের খাদ্য তালিকায় বদল এসেছে। বর্তমানে তাদের দু'বেলা নির্দিষ্ট পরিমাণে মাংস খেতে দেওয়া হচ্ছে।

এবিষয়ে বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, "রয়্যাল বেঙ্গলের শাবক কিকা ও রিকা যথেষ্ট সুস্থ সবল রয়েছে। আগামী মাসেই দু'জনের এক বছর পূর্ণ হবে। সেক্ষেত্রে ভোটের পরেই তাদের টাইগার সাফারির ওপেন এনক্লোজ়ারে ছাড়া হবে। আমরা আশাবাদী ওই দুই খুদে রয়্যাল শাবক পর্যটকদের নজর কাড়বে।"

ABOUT THE AUTHOR

...view details