শিলিগুড়ি, 2 মে: শ্রমিক দিবসে গয়েরকাটার শ্রমিককে মারধরের ঘটনায় ক্লোজ করা হল অভিযুক্ত ওসিকে (Khalpara OC closed)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খালপাড়া ফাঁড়ির ওসি পাপ্পু সিংকে মাল্লাগুড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে । তাঁর জায়গায় নতুন ওসি করা হয়েছে মৃণ্ময় ঘোষকে ৷ তিনি আগে এনজেপির ট্রাফিক ওসি ছিলেন (International Workers' Day)।
ওই ঘটনার পরই সাব ইনস্পেক্টর পাপ্পু সিংকে ক্লোজ করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । তাহলে কী সত্যিই মালিকপক্ষের অঙ্গুলিহেলনে থানাতেই ওই শ্রমিককে ঢুকিয়ে মারধর করা হয়েছে ? কোনওরকম অভিযোগ না পেয়ে শুধুমাত্র মালিকপক্ষের কথায় থানায় লকআপে পুড়ে এ ভাবে কাউকে মারা যায় ? এখন এই প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষ থেকে শ্রমিকদের মাথায় ।
প্রসঙ্গত, চুরির দায়ে শ্রমিক দিবসের দিনই এক শ্রমিককে বেধড়ক মারধরের (worker beaten at Police Station) অভিযোগ ওঠে হিমঘরের মালিকপক্ষের বিরুদ্ধে । জলপাইগুড়ি গয়েরকাটার বাসিন্দা হিমঘরের শ্রমিক অমিত কুমার ঠাকুরের বিরুদ্ধে দশ লক্ষ টাকা চুরির অভিযোগ তোলে মালিকপক্ষ । ধুপগুড়ির হরিমন্দির হিমঘরের মালিকপক্ষ অমিত কুমার ঠাকুরকে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যান । এরপর তাঁকে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে মারধর করানো হয় বলে অভিযোগ । মারধরের ফলে ওই শ্রমিকের গোটা শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছে ।
আরও পড়ুন:Mamata Banerjee wishes on Labour Day: আপনাদের জন্য গর্বিত, শ্রমদিবসে বিশ্বব্যাপী কর্মীদের কুর্নিশ মমতার
এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী । আর শ্রমিক দিবসে শ্রমিককে মারধরের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শ্রমিক সংগঠনের নেতারাও । শ্রমিকটি বর্তমানে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পরই প্রথমে খালপাড়া ফাঁড়িতে শ্রমিক সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয় । পাশাপাশি পরিবারের অভিযোগ পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকেও তদন্তের জন্য জানান জলপাইগুড়ি জেলা পুলিশ আধিকারিকরা । ঘটনার তদন্তে নেমে প্রথমে খালপাড়া ফাঁড়ির ওসি পাপ্পু সিংকে ক্লোজ করা হয় । যদিও ওই বিষয়ে যোগাযোগ করা হলে মুখ খুলতে চাননি ডিসিপি জয় টুডু ।