কালিম্পং, 12 জুলাই : কালিম্পংয়ের ধস কবলিত এলাকাতে দুর্ঘটনার কবলে পড়ল একটি পিকআপ ভ্যান । তিস্তা নদীর জলে তলিয়ে যায় পিকআপ ভ্যানটি । ঘটনায় নিখোঁজ হয়েছে বারাণসীর এক ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকা সহ গোটা শহরে ।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে টানা বৃষ্টির জেরে রবিবার কালিম্পংয়ের 29 মাইলে ধস নামে । পরে ধস পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয় প্রশাসনের তরফে । এরপর রবিবার রাতেই 29 মাইলের গেলখোলাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান তিস্তা নদীতে তলিয়ে যায় । পিকআপ ভ্যানটি ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার সামগ্রী নিয়ে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ি ফিরছিল । এই গাড়িটি করেই শিলিগুড়ি ফিরছিল বারাণসীর দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র ইশব যাদব ও আশুতোষ যাদব । দু'জনেই সিকিমের সিকিম মনিপাল ইনিস্টিউটের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ।
শিলিগুড়ির বাসিন্দা পিকআপ ভ্যানের চালক বিজয় রায় গাড়িতে বারাণসীর এই বাসিন্দা দু’জন ছাত্র ইশব যাদব এবং আশুতোষ যাদবকে শিলিগুড়ি পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে নেন । এরপর 29 মাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তিস্তায় পড়ে যায় । ঘটনার সময় চালক বিজয় এবং আশুতোষ কোনওক্রমে বেঁচে যায় । কিন্তু ইশব নদীতে তলিয়ে যায় ।
কালিম্পংয়ে ধস কবলিত এলাকায় নদীতে পড়ল পিকআপ ভ্যান , নিখোঁজ ছাত্র আরও পড়ুন: ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির হাতে গ্রেফতার চার ক্যামেরুন ফুটবলার
পুলিশ চালক ও আশুতোষকে উদ্ধার করে রম্ভি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে । সোমবার ফের তিস্তা এবং রিয়াং ফাঁড়ির পুলিশ নদীতে উদ্ধারকারী দলকে নিয়ে তল্লাশি চালায় । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নদী থেকে তুলে আনতে পারলেও ইশবকে উদ্ধার যায়নি । প্রশাসনের আধিকারিকদের প্রাথমিক অনুমান, ধসের ফলে কাদা ও পিছল রাস্তায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি । যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে । এদিকে বারাণসীতে দুই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।