পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুনসান ম্যাল, চলল না টয়ট্রেন; জনতা কারফিউয়ে ঘরবন্দি পাহাড়বাসী - জনতা কারফিউ

বন্ধ রয়েছে দার্জিলিং হিমালয়ান রেল পরিষেবা । এদিন শোনা গেল না দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেনের অতি পরিচিত কু ঝিকঝিক শব্দ ।

janata carfew in darjeeling
জনতা কারফিউয়ে ঘরবন্দি পাহাড়বাসী

By

Published : Mar 22, 2020, 4:22 PM IST

দার্জিলিং, 22 মার্চ: কয়েকদিন আগেও পর্যটকদের ভিড়ে থিক থিক করছিল দার্জিলিংয়ের ম্যাল । কোরোনা আতঙ্কের জেরে পাহাড়ে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বেড়াতে আসা মানুষদের ভিড় কমে গিয়েছিল ৷ শৈলশহরের এই চৌরাস্তায় দেখা যেত শুধু স্থানীয়দের ৷ কিন্তু রবিবার সকাল থেকেই দার্জিলিংয়ের পথে শ্মশানের নিস্তব্ধতা । শোনা যাচ্ছে শুধুমাত্র পায়রার পাখা ঝাপটানোর শব্দ ৷

কোভিড-19' অর্থাৎ কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাওয়াই "জনতা কারফিউ" ৷ পাহাড়ে তার প্রভাব দেখা গেল পুরোমাত্রায় । বন্ধ রয়েছে দার্জিলিং হিমালয়ান রেল পরিষেবা । এদিন শোনা গেল না দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেনের অতি পরিচিত কু ঝিকঝিক শব্দ । পাহাড়ের পাকদণ্ডী বেয়ে কালো ধোঁয়া উড়িয়ে হেলতে দুলতে চলা টয়ট্রেনের দেখা পাওয়া গেল না । কাজ হয়নি চা বাগান থেকে সিঙ্কোনা প্ল্যানটেশনে । হাট-বাজার, দোকান-মল, হোটেল-রেঁস্তোরা-সবই বন্ধ । দু'একটি সরকারি বাস দেখা গেলেও তাতে ছিল না কোনও যাত্রী । কার্যত জন মানবহীন চারদিক । প্রতিবেশী রাজ্য সিকিমও সাড়া দিল এই কারফিউয়ে ।

জনতা কারফিউয়ে ঘরবন্দি পাহাড়বাসী

দার্জিলিংয়ের ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) রাহুল পাণ্ডে বলেন, "পরিস্থিতির উপর নজর রাখুন । সচেতন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিন পাহাড়বাসী ।" পাশাপাশি তিনি গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন । জনতা কারফিউয়ে সাড়া দিয়ে পাহাড়বাসী নিজেদের এভাবেই ঘরবন্দী করে রাখলেন ৷

ABOUT THE AUTHOR

...view details