শিলিগুড়ি, 17 নভেম্বর: 2021 সালের 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে উঠেছিল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের মুহূর্তে ওই ঘটনা তাল কেটেছিল অনুষ্ঠানের ৷ সরকারি অনুষ্ঠানে কেন কোনও রাজনৈতিক দলের পছন্দের ধর্মীয় স্লোগান দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গোটা বিষয়টিকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান ও বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছিল তৃণমূল শিবির ৷ বৃহস্পতিবার ফের কিছুটা একই ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি ৷ এবারও সরকারি অনুষ্ঠানে শোনা গেল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব (jai shree ram slogans raised for siliguri mayor Gautam Deb) ৷
বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায় কেন্দ্র সরকারের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায় প্রমুখ ৷ ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও (jai shree ram slogans in Siliguri programme)।