পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়িতে থাকুন, প্রয়োজনে বাজার করবেন তৃণমূল নেতারা; আর্জি কাউন্সিলরের - coronavirus treatment

কোরোনা আতঙ্কের জের ৷ জনবিচ্ছিন্নদের বাড়িতে থাকার আর্জি কাউন্সিলরদের ৷ এই পরিস্থিতিতে জনবিচ্ছিন্ন থাকতে নির্দেশ পাওয়া বাসিন্দাদের কাছে তৃণমূলের আর্জি, নির্দেশিকা মানুন । বাজারে যাবেন না । প্রয়োজনে বাজার করে দেবেন তৃণমূল নেতারাই ৷

প্রয়োজনে বাজার করবেন তৃণমূল নেতারা, জনবিচ্ছিন্নরা বাড়িতে থাকুন; আর্জি কাউন্সিলরের
প্রয়োজনে বাজার করবেন তৃণমূল নেতারা, জনবিচ্ছিন্নরা বাড়িতে থাকুন; আর্জি কাউন্সিলরের

By

Published : Mar 21, 2020, 4:05 PM IST

Updated : Mar 21, 2020, 6:05 PM IST

শিলিগুড়ি, 21 মার্চ : কেউ এসেছেন সাউথ আফ্রিকা ঘুরে । কেউ ফিরেছেন স্পেন, ফ্রান্স ঘুরে । আপাতত সকলেই সুস্থ । তবে স্বাস্থ্য দপ্তর সকলকে জানিয়েছে, অন্তত 14 দিন জনবিচ্ছিন্ন থাকতে হবে । কিন্তু বাড়ি ফিরেই কেউ বেরিয়ে পড়ছেন বাজার করতে, কেউ যাচ্ছেন মার্কেট বা শপিং মলে । এই পরিস্থিতিতে জনবিচ্ছিন্ন থাকতে নির্দেশ পাওয়া বাসিন্দাদের কাছে তৃণমূলের আর্জি, নির্দেশিকা মানুন । বাজারে যাবেন না । প্রয়োজনে বাজার করে দেবেন তৃণমূল নেতারাই ৷

রোগের বিরুদ্ধে লড়াইয়ে বাসিন্দাদের একাংশের সহযোগিতা মিলছে না বিভিন্ন এলাকাতেই । বিশেষ করে বিদেশ থেকে আসা অনেকেই নিজেকে সুস্থ বলে জানিয়ে প্রকাশ্যে বের হচ্ছেন । গতকালের পর আজ সুভাষ পল্লিতে খোঁজ মিলেছে সাউথ আফ্রিকা দুই ব্যক্তির । খোঁজ পেয়েই সেখানে স্বাস্থ্য কর্মীদের নিয়ে যান স্থানীয় কাউন্সিলর তথা জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার । তিনি জানান, তাঁরা অনেকেই আইসোলেশন মানছেন না । এটাই সমস্যার ।

রঞ্জন সরকার আরও বলেন, "কেউ যাচ্ছেন বাজার করতে, কেউ শপিং মলে । কিছুতেই তাঁদের বাড়িতে আটকে রাখা সম্ভব না হওয়ায় রোগ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে । যারা জনবিচ্ছিন্ন হয়ে থাকার নির্দেশ পেয়েছেন, প্রয়োজনে তাঁরা জনপ্রতিনিধিদের ফোন করুন । বাজার ইত্যাদি আমরাই পৌঁছে দেব তাঁদের । কিন্তু সকলের সুরক্ষার প্রশ্নে স্বাস্থ্য বিধি মেনে চলুন ।"

বাড়িতে থাকুন, প্রয়োজনে বাজার করবেন তৃণমূল নেতারা
Last Updated : Mar 21, 2020, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details