শিলিগুড়ি, 14 জানুয়ারি:পর্যটকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল আইআরসিটিসি (IRCTC) ৷ কম খরচে দক্ষিণ ভারত ভ্রমণের (Dakshin Bharat Yatra) সুযোগ এনেছে 'ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন' (Indian Railway Catering and Tourism Corporation) ৷ একটি স্পেশাল ট্রেনের মাধ্যমে দক্ষিণ ভারতের বেশ কিছু পর্যটনকেন্দ্র ভ্রমণের ব্যবস্থা করেছে তারা ৷ তার আওতায় শুধুমাত্র যাতায়াত নয়, থাকছে তিনবেলার খাবার এবং হোটেলে থাকার ব্যবস্থাও ৷ স্বদেশ দর্শন স্পেশ্যাল টুরিজম ট্রেনের (Swadesh Darshan Special Tourism Train) মাধ্যমে এই বিশেষ পরিষেবা পাবেন ভ্রমণার্থীরা ৷
আগামী মার্চ মাসের 15 তারিখ এই ট্রেনের যাত্রা শুরু হবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আওতাধীন বিহারের কাটিহার স্টেশন থেকে ৷ সেখান থেকে মুঙ্গের, ভাগলপুর, দুমকা ও কলকাতা হয়ে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি ৷ একই ট্রেনে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই, মল্লিকার্জুন-সহ বিভিন্ন জায়গা পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ৷ এর জন্য আইআরসিটিসির তরফ থেকে থাকছে তিনটি বিভিন্ন দামের প্যাকেজ টুর ৷ ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজে মাথা পিছু খরচ পড়বে 20 হাজার 900 টাকা ৷ এসি থ্রি টায়ারারে জন্য জনপ্রতি খরচ হবে 34 হাজার 500 টাকা ৷ এবং এসি টু-টিয়ারের প্যাকেজের জন্য প্রত্যেক যাত্রীকে দিতে হবে 43 হাজার টাকা ৷ এর বাইরে আর কোনও টাকা দিতে হবে না যাত্রীদের ৷