পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dakshin Bharat Yatra by IRCTC: নামমাত্র খরচে দক্ষিণ ভারত ভ্রমণ ! সৌজন্যে আইআরসিটিসি

কম খরচে দক্ষিণ ভারত ঘোরার (Dakshin Bharat Yatra) সুযোগ করে দিল আইআরসিটিসি (IRCTC) ৷ স্বদেশ দর্শন স্পেশ্যাল টুরিজম ট্রেনে (Swadesh Darshan Special Tourism Train) চড়ে পৌঁছো যাওয়া যাবে দক্ষিণের বিখ্যাত সব পর্যটনকেন্দ্র !

IRCTC arranged Dakshin Bharat Yatra at a very lower cost
কম খরচে দেদার ঘোরার ব্যবস্থা !

By

Published : Jan 14, 2023, 5:30 PM IST

পর্যটকদের জন্য দারুণ সুযোগ !

শিলিগুড়ি, 14 জানুয়ারি:পর্যটকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল আইআরসিটিসি (IRCTC) ৷ কম খরচে দক্ষিণ ভারত ভ্রমণের (Dakshin Bharat Yatra) সুযোগ এনেছে 'ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন' (Indian Railway Catering and Tourism Corporation) ৷ একটি স্পেশাল ট্রেনের মাধ্যমে দক্ষিণ ভারতের বেশ কিছু পর্যটনকেন্দ্র ভ্রমণের ব্যবস্থা করেছে তারা ৷ তার আওতায় শুধুমাত্র যাতায়াত নয়, থাকছে তিনবেলার খাবার এবং হোটেলে থাকার ব্যবস্থাও ৷ স্বদেশ দর্শন স্পেশ্যাল টুরিজম ট্রেনের (Swadesh Darshan Special Tourism Train) মাধ্যমে এই বিশেষ পরিষেবা পাবেন ভ্রমণার্থীরা ৷

আগামী মার্চ মাসের 15 তারিখ এই ট্রেনের যাত্রা শুরু হবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আওতাধীন বিহারের কাটিহার স্টেশন থেকে ৷ সেখান থেকে মুঙ্গের, ভাগলপুর, দুমকা ও কলকাতা হয়ে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি ৷ একই ট্রেনে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই, মল্লিকার্জুন-সহ বিভিন্ন জায়গা পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ৷ এর জন্য আইআরসিটিসির তরফ থেকে থাকছে তিনটি বিভিন্ন দামের প্যাকেজ টুর ৷ ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজে মাথা পিছু খরচ পড়বে 20 হাজার 900 টাকা ৷ এসি থ্রি টায়ারারে জন্য জনপ্রতি খরচ হবে 34 হাজার 500 টাকা ৷ এবং এসি টু-টিয়ারের প্যাকেজের জন্য প্রত্যেক যাত্রীকে দিতে হবে 43 হাজার টাকা ৷ এর বাইরে আর কোনও টাকা দিতে হবে না যাত্রীদের ৷

আরও পড়ুন:13 জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজের উদ্বোধনে মোদি, জুড়বে দুই বাংলা

উল্লেখ্য, প্রতিবছরই আইআরসিটিসির তরফ থেকে পর্যটকদের জন্য ভ্রমণের বিশেষ প্যাকেজ তৈরি করা হয় ৷ আর দক্ষিণ ভারত বরাবরই পর্যটকদের কাছে ভীষণ পছন্দের জায়গা ৷ সেই চাহিদার কথা মাথায় রেখেই কম খরচে ঘোরার বন্দোবস্ত করা হয়েছে ৷ আইআরসিটিসির চিফ সুপারভাইজার দীপঙ্কর মান্না এই প্রসঙ্গে বলেন, "এই প্যাকেজে সবকিছু অন্তর্ভুক্ত করা থাকবে ৷ কোনও বাড়তি খরচ নেই ৷ যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য সমস্ত ব্যবস্থা থাকবে ৷ আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে ট্রেনেই প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো থাকবে ৷ এই ট্যুর সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ৷ এত কম খরচে দক্ষিণ ভারতের এই নাম করা পর্যটনকেন্দ্রগুলি ঘোরার সুযোগ আর পাবেন না পর্যটকরা ৷"

ABOUT THE AUTHOR

...view details