শিলিগুড়ি , 27 সেপ্টেম্বর : পুরোনো যন্ত্রপাতি দিয়েই ধুঁকে ধুঁকে চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের CCU ইউনিটি । উদ্বোধনের পর থেকে আজ অবধি সংস্কার হয়নি ইউনিটটির । যার জেরে স্বাভাবিক কারণেই আজকের এই আগুন । এমনই অভিযোগ তুলে ধরছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ ৷ যদিও কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ।
2013 সালে হাসপাতালের অ্যাডমিন ব্লকের দোতলায় গড়ে তোলা হয় CCU ইউনিট ৷ ছোট্ট একটি ঘরে 10 টি বেড নিয়ে পথ চলা শুরু ইউনিটটির৷ জানা গেছে , এরপর থেকে আজ অবধি যন্ত্রাংশের কোনও পরিবর্তন হয়নি ।
চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ বলেন, " CCU ইউনিট যতুগৃহে পরিণত হয়েছে । 2013 সালের পর থেকে আজ অবধি ওই ইউনিটটির সংস্কার করা হয়নি । কোথাও বিদ্যুতের তার ঝুলছে তো কোথাও প্লাই খুলে পড়ছে । বেশির ভাগ যন্ত্র অকেজো । এমনই অবস্থার মধ্যে ইউনিটটি চললেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই । এখানে বাধ্য হয়েই আমাদের রোগীদের রাখতে হয় । তবে এই ঘটনার পরেও যদি ওই ইউনিটের সংস্কার না করা হয় তবে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে ।
আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিকেলে আগুন, মৃত 1
আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোর পাঁচটা নাগাদ CCU-তে আগুন । দমবন্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ওই বিভাগে ভরতি থাকা আরও 9 রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আগুন লাগার সঙ্গে সঙ্গেই ICU-তে থাকা রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয় । প্রশ্ন উঠছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও ।