দার্জিলিং, 8 সেপ্টেম্বর: পদত্যাগ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার ৷ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার নূপুর দাস ৷ তবে তা গৃহীত হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ৷ এমনিতেই উপাচার্য নিয়োগ বিষয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছে ৷ এর মধ্যে রাজ্যপাল নিজেই পদাধিকারবলে যে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নেই, তার উপাচার্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ পরে এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপচার্যও নিয়োগ করেন।
আজ, শুক্রবার, বিকাশ ভবনে বৈঠক ডেকেছে উচ্চশিক্ষা দফতর ৷ এদিন পশ্চিমবঙ্গের প্রায় 30টি সরকারি ও সরকারপোষিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ অন্যদিকে, সূত্রের খবর, সেই বৈঠকে না-যাওয়ার নির্দেশ দিয়ে কার্যত হুইপ জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সেই নির্দেশিকাও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় ৷ এই টানাপোড়েনের মধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আচমকা পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷