দার্জিলিং, 30 মার্চ : কোরোনা সংক্রমণ বেড়ে চলছে ৷ ইতিমধ্যে রাজ্যে দু'জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে একজন কালিম্পঙের বাসিন্দা ৷ তারপরেও পাহাড়ের সাধারণ মানুষের একাংশের মধ্যে দেখা গেল সচেতনতার অভাব । সোমবার, দার্জিলিং জেলা হাসপাতালে ধরা পড়ল সেই চিত্র ।
সোমবার দার্জিলিং জেলা হাসপাতালের আউটডোরে আসা রোগীদের মধ্যে কোনও সমাজিক দূরত্ব ছিল না । ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে এসে ভিড় করছেন অনেকেই । ফলে সংক্রমণের ঝুঁকি থাকছেই । এমনকী, দূরত্ব বজায় রাখার জন্য হাসপাতালে গোল করে দাগ কেটে দেওয়া হয়েছে । কিন্তু দেখা যায়, কেউই তা মানছে না ৷ দূরত্ব বজায় না রেখে এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে ৷