পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Indian Navy Summits Goechala Pass: বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ গোয়েচালা পাস জয়, নজির গড়ল ভারতীয় নৌসেনা - বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ

বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ গোয়েচালা পাস জয় করে নজির স্থাপন করল ভারতীয় নৌসেনা ৷ এই বিশেয অভিযানে গিয়েছিলেন দশ জওয়ান ৷

Indian Navy Summits Goechala Pass
গোয়েচালা পাস জয়

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 6:17 PM IST

দার্জিলিং, 3 অক্টোবর: অনন্য নজির স্থাপন করল ভারতীয় নৌসেনা । বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ সিকিমের গোয়েচালা পাস জয় করলেন জওয়ানরা ৷ সোমবার ভারতীয় নৌসেনার পর্বতারোহণ দল 16 হাজার 207 ফুট উচ্চতার ওই শৃঙ্গ জয় করেছে । আইএনএস শিবাজীর নৌসেনা ছাউনির দশ নৌসেনা জওয়ান কমান্ডার প্রমোদ ভানডিরগের নেতৃত্বে এই অভিযানে যান ৷ ওই বিশেষ নৌসেনা দল গোয়েচালা পাস পর্বতশৃঙ্গ জয় করে সেখানে ভারতীয় পতাকা স্থাপন করেছে । নৌসেনার ওই জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রতিরক্ষামন্ত্রক ।

জানা গিয়েছে, 21 সেপ্টেম্বর মহারাষ্ট্রের লোনাভালা পর্বতশৃঙ্গ জয় করার উদ্দেশ্যে রওনা দেয় ওই বিশেষ নৌসেনার দল । সেখান থেকেই গোয়েচালা পাসের জন্য যান তাঁরা ৷ এর জন্য আইএনএস শিবাজী নৌসেনা ছাউনি থেকে দশ জন অভিজ্ঞ ও দক্ষ নৌসেনা জওয়ানকে বেছে নেওয়া হয়েছিল । এরপর তাঁদের প্রশিক্ষণ ও ক্ষমতা যাচাই করা হয় । সবরকম প্রস্তুতি সম্পন্ন হলে তাঁদের পর্বতারোহণের জন্য তৈরি করা হয় । প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, প্রচণ্ড শীত, ঝড় বৃষ্টি ও রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও তারা অদম্য সাহস, দক্ষতা ও মনোবলের উপর ভর করে পর্বতশৃঙ্গে চড়তে থাকেন । তারপর সোমবার তারা শৃঙ্গ জয় করে ।

আরও পড়ুন:নৌবাহিনী দিবসে বাহিনীকে কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

এই পর্বতশৃঙ্গ জয়ের মধ্যে দিয়ে ভারতীয় নৌসেনা আরও একবার প্রমাণ করল যেকোনও প্রতিকূল আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতিতে যেকোন উচ্চতায় দেশের জন্য নিজেদের নিয়োজিত করতে পারেন তাঁরা ৷ এমনটাই মনে করছেন সকলে । সমুদ্র বা জলপথ ছাড়াও নৌসেনা জওয়ানরা যেকোন পরিস্থিতিতে লড়াই কর‍তে সক্ষম । মূলত সিকিমের সঙ্গে রয়েছে ভারত-চিন সীমান্ত । আর সেই কারণে ভারত-চিন সীমান্তকে নজরে রেখে নিজেদের সবরকম সামরিক শক্তি বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার । বায়ু সেনার পাশাপাশি সেবক রংপো রেল প্রকল্প ও 10 নম্বর জাতীয় সড়ক উন্নয়নের মধ্যে দিয়ে সীমান্তকে আরও বেশি সুরক্ষিত করতে চাইছে কেন্দ্রের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক ।

ABOUT THE AUTHOR

...view details