দার্জিলিং, 3 অক্টোবর: অনন্য নজির স্থাপন করল ভারতীয় নৌসেনা । বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ সিকিমের গোয়েচালা পাস জয় করলেন জওয়ানরা ৷ সোমবার ভারতীয় নৌসেনার পর্বতারোহণ দল 16 হাজার 207 ফুট উচ্চতার ওই শৃঙ্গ জয় করেছে । আইএনএস শিবাজীর নৌসেনা ছাউনির দশ নৌসেনা জওয়ান কমান্ডার প্রমোদ ভানডিরগের নেতৃত্বে এই অভিযানে যান ৷ ওই বিশেষ নৌসেনা দল গোয়েচালা পাস পর্বতশৃঙ্গ জয় করে সেখানে ভারতীয় পতাকা স্থাপন করেছে । নৌসেনার ওই জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রতিরক্ষামন্ত্রক ।
জানা গিয়েছে, 21 সেপ্টেম্বর মহারাষ্ট্রের লোনাভালা পর্বতশৃঙ্গ জয় করার উদ্দেশ্যে রওনা দেয় ওই বিশেষ নৌসেনার দল । সেখান থেকেই গোয়েচালা পাসের জন্য যান তাঁরা ৷ এর জন্য আইএনএস শিবাজী নৌসেনা ছাউনি থেকে দশ জন অভিজ্ঞ ও দক্ষ নৌসেনা জওয়ানকে বেছে নেওয়া হয়েছিল । এরপর তাঁদের প্রশিক্ষণ ও ক্ষমতা যাচাই করা হয় । সবরকম প্রস্তুতি সম্পন্ন হলে তাঁদের পর্বতারোহণের জন্য তৈরি করা হয় । প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, প্রচণ্ড শীত, ঝড় বৃষ্টি ও রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও তারা অদম্য সাহস, দক্ষতা ও মনোবলের উপর ভর করে পর্বতশৃঙ্গে চড়তে থাকেন । তারপর সোমবার তারা শৃঙ্গ জয় করে ।