দার্জিলিং, 17 মার্চ:ফের পরিত্রাতা রূপে ভারতীয় সেনা । প্রবল তুষারপাতে আটকে থাকা প্রায় এক হাজার পর্যটককে উদ্ধার করলেন সেনা জওয়ানরা (Tourists Trapped in Sikkim Due to Heavy Snowfall)। দু'দিন আগেই পূর্ব সিকিমে প্রায় শতাধিক গাড়িতে আটকে থাকা প্রায় 400 পর্যটককে প্রবল তুষারপাত থেকে অপারেশন হিমারতের মাধ্যমে উদ্ধার করেছিল ভারতীয় সেনা । এবারও তাঁদেরকেই দেখা গেল সংখ্যায় আরও বেশি পর্যটকদের উদ্ধার করতে । এবারও ঘটনাস্থল পূর্ব সিকিমের ছাঙ্গু ।
বুধবার দুপুর থেকেই পূর্ব সিকিমের ছাঙ্গু ও নাথুলা-সহ আশেপাশের এলাকায় প্রবল তুষারপাত হয় । যে কারণে তাপমাত্রা প্রায় শূন্যের কাছে পৌঁছে যায় । তুষারপাতের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । বিপর্যস্ত হয়ে পড়ে স্থানীয় জনজীবন । যে কারণে সেখানে প্রবল ঠান্ডায় আটকে পড়েন পর্যটকরা । তুষারপাতের ফলে রাস্তা বিপজ্জনক হয়ে যাওয়ায় 200 পর্যটক বোঝাই গাড়ি আটকে যায় ৷ গ্যাংটকের সঙ্গে যোগাযোগকারী একমাত্র রাস্তা জওহরলাল নেহেরু মার্গে গাড়ি পিছলে যাওয়ার ঘটনার ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে । প্রায় 15 কিলোমিটার দূর পর্যন্ত যানজটের সৃষ্টি হয় ।