দার্জিলিং, 25 মার্চ: উচ্চতা অন্তত 18 হাজার ফুট। প্রবল তুষারপাতে (heavy snowfall) চারিদিক বরফের চাদরে মোড়া । তুষারপাতের জেরে বন্ধ যাতায়াত । আটকে পড়েছে পর্যটকরা । এমতাবস্থায় ভগবানকে ডাকলেও মনে হয় কাজে দেবে না । কিন্তু সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ওই সব রাস্তা বন্ধ হয়ে গেলে বিপর্যস্ত হতে পারে জনজীবন । আর সেই সময় পরিত্রাতা রূপে প্রতিবারই সেই প্রবল তুষারপাত সরিয়ে পর্যটকদের উদ্ধার করে ভারতীয় সেনা (Indian Army) ৷ পাশাপাশি ওই লাইফলাইন দিয়ে যাতে যাতায়াত স্বাভাবিক থাকে তার জন্যও ময়দানে দেখা যায় ভারতীয় সেনা জওয়ানদের ।
14 থেকে 18 হাজার ফুট ওই উচ্চতা, হিমাঙ্ক অন্তত মাইনাস তিন থেকে পাঁচ ডিগ্রি । আর সেই তুষারের চাদর ভেদ করে পর্যটকদের উদ্ধার ৷ রাস্তা থেকে বরফ সরানোর কাজে নামে ভারতীয় সেনার জওয়ানরা । সঙ্গী বর্ডার রোড অর্গানাইজেশন । কিন্তু তারা করে কীভাবে? রইল তারই একটি ছোট উদাহরণ । এই বছর সম্প্রতি সিকিমে টানা তুষারপাত হয়েছে । এই ধরণের তুষারপাত একটু অস্বাভাবিক । আর তুষারপাতের বিষয়টি সেইভাবে আঁচ করতে পারেনি আবহাওয়া দফতর । যার জেরে আরও বিপাকে পড়তে হয়েছিল পর্যটক থেকে প্রশাসনকে ।