শিলিগুড়ি, 4 জুলাই: গত বছর ফেব্রুয়ারি মাসে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ তার প্রায় দেড়বছরের মাথায় আরেক বাঙালি ক্রিকেটারকে বাদ দেওয়া হল জাতীয় দল থেকে ৷ এবার জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট-কিপার ব্যাটার রিচা ঘোষ ৷ কিন্তু, কেন ? সেই প্রশ্নর জবাব খুঁজছে বাংলার ক্রীড়ামহল ৷ এই পরিস্থিতি ইটিভি ভারত যোগাযোগ করেছিল রিচার বাবা রিচার বাবা মানবেন্দ্র ঘোষের সঙ্গে ৷
তাঁর কথায়, রিচার বাদ পড়ার কারণ সম্পর্কে তিনিও ধোঁয়াশায় রয়েছেন ৷ কারণ, রিচার এই মুহূর্তে কোনও চোট নেই ৷ বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য বেঙ্গালুরুতে জুন মাসে গিয়েছিলেন ৷ কিন্তু, দু’দিনের মধ্যে তিনি নাকি ফিরে আসেন ৷ উল্লেখ্য, ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার সময়ও, নির্বাচক কমিটি বা টিম ম্যানেজমেন্ট কোনও কথা বলেনি ৷ হঠাৎই বাদ পড়েছিলেন তিনি ৷ রিচার ক্ষেত্রেও একই পথে গেল বোর্ড ৷
উল্লেখ্য, গত রবিবার বিসিসিআই বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ ও 3 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা করে ৷ যেখানে ভারতীয় দল গত 2 বছর ধরে নিয়মিত সদস্য রিচা ঘোষের নাম বাদ গিয়েছে ৷ বদলে অসমের উমা ছেত্রীর নাম যোগ করা হয়েছে ৷ আর সেই সঙ্গে যস্তিকা ভাটিয়ার নাম প্রাথমিক দলে যোগ করা হয়েছে ৷ এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রিচার এই মুহূর্তে কোনও চোট নেই ৷ এর আগে জুন মাস নাগাদ বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য ডাকা হয়েছিল রিচাকে ৷ সেই প্রস্তুতি ক্যাম্পে গিয়েও ছিলেন ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার ৷ কিন্তু, তার কয়েকদিনের মধ্যেই ফিরে আসেন রিচা ঘোষ ৷ এই মুহূর্তে রিচা কলকাতায় রয়েছেন ট্রেনিংয়ের জন্য ৷
কেন তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিরে আসতে হল ? কেন তাঁকে বাদ দেওয়া হল ? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে রিচার সঙ্গেও যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কিন্তু, তিনি ফোন ধরেননি ৷ তবে, পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিলিগুড়ির ক্রীড়া প্রশাসক মহল ৷ শিলিগুড়ির মেয়ে ক্রীড়া ক্ষেত্রে রাজনীতির শিকার বলে অভিযোগ তোলা হয়েছে ৷ উল্লেখ্য, শুধু রিচা নন ৷ শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহাও প্রায় একভাবে বাদ পড়েছিলেন ভারতীয় টেস্ট দল থেকে ৷ কিন্তু, কেন তাঁকে বাদ দেওয়া হল ? সেই নিয়ে কোনও কথাই নির্বাচক কমিটি বলেনি ৷
আরও পড়ুন:অ্যাসেজ শেষে বিয়ার পার্টি বয়কটের সিদ্ধান্ত ইংল্যান্ডের, জানালেন ম্যাকালাম
পরবর্তী সময়ে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, ঋদ্ধিমানের সঙ্গে টিম ম্যানেজমেন্ট কথা বলেছিল ৷ সেখানে তাঁকে বার্তা দেওয়া হয়, বয়সের কারণেই বাদ পড়ছেন দেশে সেরা উইকেট-কিপার ৷ বদলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, রিচা ঘোষকে জাতীয় মহিলা ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার পিছনে বয়স অন্তত কারণ হতে পারে না ৷ কারণ, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অনুর্ধ্ব-19 টি-20 দলের সদস্য ছিলেন তিনি ৷ তাই রিচাকে বাদ দেওয়ায় রাজনীতির গন্ধ পাচ্ছে শিলিগুড়ির ক্রীড়া প্রশাসন ৷
আরও পড়ুন:বার্বাডোজের সৈকতে ভলিবল রোহিত-কোহলিদের, ক্যামেরাম্যানের ভূমিকায় ঈশান
এ নিয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ ভার্মা বলেন, "রিচাকে দল থেকে বাইরে রাখার সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক ৷ ঋদ্ধিমানকেও এভাবেই রাজনীতি করে সরিয়ে দেওয়া হয়েছিল । রিচার ক্ষেত্রে তেমন কোনও কারণ থাকতে পারে ৷ তবে, আমরা আশাবাদী ও দ্রুত ফিরে আসবে ৷" রিচার রাজনীতির শিকার হয়েছেন কিনা, তা তর্কের বিষয় ৷ কিন্তু, যে ক্রিকেটার ভারতীয় মহিলা টি-20 বিশ্বকাপেও নজরকাড়া পারফর্ম্যান্স করলেন ৷ একার হাতে একাধিক ম্যাচ জেতালেন ৷ তাঁকে জাতীয় দলকে বাদ দেওয়ার পিছনে বড় কোনও কারণ অবশ্যই রয়েছে ৷