'ইন্ডিয়া' কেবলই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অবরোধ বলে মত সেলিমের শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া' কোনও রাজনৈতিক দলের জোট নয় ৷ বিজেপির বিরুদ্ধে একটি রাজনৈতিক অবরোধ মাত্র ৷ শনিবার শিলিগুড়িতে এমনটাই দাবি করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ উল্লেখ্য, এদিন বেশ কিছু জায়গায় 'ইন্ডিয়া' জোটের ব্যানার লাগানো হয় ৷ সেই ব্যানারগুলিতে মমতা, অভিষেক, অধীর এবং সেলিমের ছবি প্রসঙ্গে প্রতিক্রিয়ায় সেলিম একথা বলেন ৷
মহম্মদ সেলিমের দাবি, "মুম্বইয়ের বৈঠকে বলাই হয়েছে, প্রত্যেক রাজ্যে যার যেমন রাজনৈতিক অবস্থান রয়েছে, সেইভাবেই লড়াই হবে ৷ বিজেপি সংসদ তুলে দিচ্ছে, সংবিধানকে মেরে ফেলছে, মানুষের জীবন-জীবিকার সুবিধা কেড়ে নিচ্ছে ৷ এদিকে বিদেশ নীতি এমন যে, চার হাজার কোটি টাকা খরচ করে জি20 সম্মেলন করেও অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ৷ দেশের জন্য, দেশের মানুষের জন্য যাতে জনমত গড়ে ওঠে তাই সবাইকে একসঙ্গে হতে হয়েছে ৷ এটা সরকার, জোট কিছুই নয় ৷ এটি একটি অবরোধ ৷ স্বাধীনতার আগেও এরকম হয়েছে ৷ আর এতেই বিজেপি ভয় পেয়েছে ৷"
তাহলে প্রশ্ন উঠছে, 'ইন্ডিয়া' যদি কোনও জোট না হয়, তবে 'ইন্ডিয়া' অর্থাৎ, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লিউসিভ অ্যালায়েন্স’-এর কী অর্থ ? যার কোনও জবাব সেলিমের কাছে ছিল না ৷ উল্লেখ্য, এই 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটিতে প্রতিটি রাজনৈতিক দলের একজন করে সদস্য থাকলেও, কয়েকটি দল এখনও কোনও সদস্য দেয়নি ৷ সেখানে অন্যতম নাম সিপিআইএম ৷ এমনকি তারা সমন্বয় কমিটিতে প্রতিনিধি দেবে কি না, তাও স্পষ্ট নয় ৷
আরও পড়ুন:' আইন ব্যবস্থাকে ধ্বংস করছে বিজেপি,' তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর
কিন্তু, এদিন রাজ্যে বিরোধী গোষ্ঠী হিসেবে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি মহম্মদ সেলিম ৷ লিপস অ্যান্ড বাউন্ডস প্রসঙ্গ টেনে বলেন, ‘‘এই যে তৃণমূল আমাদের রাজ্যের সংস্কৃতি, রাজনীতিকে ধ্বংস করল ৷ আমাদের রাজ্যকে ধ্বংস করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাকে চুরমার করে দেওয়া ৷ আর সমান্তরালভাবে চুরি-জোচ্চুরি, চাকরি বিক্রি, কয়লাপাচার, গরুপাচার সেই নিয়ে রাজনীতি করছে ৷ তার মূল স্রোত হচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা ৷