দার্জিলিং, 7 এপ্রিল: দেরিতে হলেও দার্জিলিং পাহাড়ে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করল পুলিশ । গ্রেপ্তার করল 8 জনকে ৷ গতকাল তাদের গ্রেপ্তার করা হয় ।
দার্জিলিঙে লকডাউন ভেঙে গ্রেপ্তার 8 - দার্জিলিং পুলিশ
কোরোনা সর্তকতায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন ৷ সাধারণ মানু্ষ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোন তার জন্য পুলিশের তরফ থেকে বার বার অনুরোধ করা হয়েছে ৷
দার্জিলিঙের DSP (টাউন) রাহুল পাণ্ডে বলেন, "লকডাউন না মানায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে । এতদিন অনেক বোঝানো হয়েছে । প্রয়োজন ছাড়া এবার কেউ লকডাউন ভাঙলেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে । সামাজিক দূরত্ব বজায় রাখা এবং লকডাউন মেনে চলা-সবারই প্রয়োজন । পুলিশকেই সব দেখতে হবে বা করতে হবে এমন ভাবনা ঠিক নয় । পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করছে ।"
এতদিন দার্জিলিঙে সাধারণ মানু্ষকে এনিয়ে সচেতন করে চলেছিল পুলিশ। কিন্তু গতকাল থেকে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এবং গ্রেপ্তার করতে শুরু করায় এবার পরিস্থিতির কিছুটা বদল হতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।